অলরাউন্ডার সাকিবের বদলে ব্যাটসম্যান রয়কে নিলো কলকাতা
আইপিএলে খেলতে অনেক আগেই বিসিবির কাছে অনাপত্তিপত্রের আবেদন করেন সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সুযোগ পাওয়া এই দুই ক্রিকেটারের অনাপত্তিপত্র পাওয়া নিয়ে অনেক জলঘোলা হয়েছে।
বিসিবি শর্ত সম্বলিত অনাপত্তিপত্র দিলেও তা আর কাজে আসছে না সাকিবের জন্য, যে কারণে এবারের আইপিএলে খেলা হচ্ছে না সাকিবের।
আইপিএল চলাকালীন জাতীয় দলের হয়ে খেলতে দিতে দুই দফায় সাকিবকে ছাড়তে হবে কলকাতাকে। কিন্তু আইপিএলের দুইবারের চ্যাম্পিয়নরা এভাবে তাকে দলে চায় না।
যে কারণে তার জায়গায় আরেকজন বিদেশি ক্রিকেটার নিতে সাকিবকে প্রস্তাব দিয়েছিল কলকাতা কর্তৃপক্ষ। পুরনো সম্পর্কের কথা বিবেচনায় সাকিব এমন সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলে খবর ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে।
এবার দেখা গেল তার সত্যতা। সাকিবের জায়গায় অন্য একজন বিদেশি খেলোয়াড়কে দলভুক্ত করেছে কলকাতা। সেই খেলোয়াড়টি হলেন ইংল্যান্ড জাতীয় দলের ওপেনার জেসন রয়।
সাকিব অলরাউন্ডার হলেও জেসন রয় ব্যাটসম্যান। তাই তাকে দিয়ে সাকিবের অভাব কতখানি পূরণ হবে সেটি প্রশ্নের বিষয়। যদিও রয়ের বিধ্বংসী ব্যাটিং কাজে লাগিয়ে আইপিএলে নিজেদের এগিয়ে নিয়ে যেতে পারে কলকাতা নাইট রাইডার্স।
লিটনকে নিয়ে একই ধরনের পরিকল্পনা কলকাতার। তাকেও ব্যাপারটি জানিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু লিটন তাদের প্রস্তাবে রাজি হননি। জাতীয় দলের দায়িত্ব সেরে বাকি সময়টুকু আইপিএলে খেলতে চান উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।
বাংলাদেশের আরেক ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ইতোমধ্যে দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দিয়েছেন।