১০ এপ্রিলের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন পরিশোধ করুন: প্রতিমন্ত্রী
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান তৈরি পোশাক কারখানার মালিকদের আগামী সোমবার (১০ এপ্রিল) এর মধ্যে পোশাক শ্রমিকদের বেতনভাতা পরিশোধ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ঈদের ছুটির আগেই বোনাস ও মার্চ মাসের বেতন কারও বকেয়া থাকলে, তা পরিশোধ করতে হবে।
বুধবার (৫ এপ্রিল) রাজধানীর বিজয়নগর শ্রম ভবনের সম্মেলনকক্ষে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএমজি টিসিসি) ১৪তম সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
এপ্রিল মাসের প্রথম ১৫ দিনের মজুরি পরিশোধের বিষয়ে তিনি কারখানা মালিকদের শ্রমিকদের সাথে পরামর্শ করার অনুরোধ করেন। একইসঙ্গে, ঈদের সরকারি ছুটির সাথে সামঞ্জস্য রেখে ছুটি ঘোষণা করারও অনুরোধ করেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা, পোশাক কারখানা মালিকদের প্রতিনিধিরাসহ পোশাক শ্রমিক নেতারা সভায় উপস্থিত ছিলেন।