ঈদের আগে বঙ্গবাজারে অস্থায়ী দোকানে বসতে পারবেন ব্যবসায়ীরা: সালমান এফ রহমান
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, আগামীকাল (শুক্রবার) আগুনে পুড়ে যাওয়া বঙ্গবাজার মার্কেট পরিষ্কার করা হবে। তারপর শনিবার থেকে ব্যবসায়ীরা সেখানে অস্থায়ীভাবে বসতে পারবেন।
সালমান এফ রহমান বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে দোকান মালিক সমিতিকে বলেন, অন্তত ঈদুল ফিতর পর্যন্ত দোকানগুলো সাময়িকভাবে খোলা থাকবে।
আগামী ৩-৪ দিনের মধ্যে তালিকা তৈরি করে ব্যবসায়ীদের সহায়তা দেওয়া হবে বলে জানান সালমান এফ রহমান।
তিনি জানান, আনুমানিক ক্ষতির পরিমাণের ভিত্তিতে সহায়তা দেওয়া হবে। এজন্য দোকান মালিক ও ব্যবসায়ীদের আলাদা তালিকা তৈরি করা হবে।
সালমান এফ রহমান বলেন, আগুন লাগার আগে যারা ব্যবসা করেছেন শুধু তাদের অগ্রাধিকার দেওয়া হবে, অন্য কাউকে নয়।