বঙ্গবাজারের বরিশাল প্লাজার আগুন নিয়ন্ত্রণে
শনিবার (৮ এপ্রিল) সকালে পুরান ঢাকার বঙ্গবাজার মার্কেটের বিপরীতে বরিশাল প্লাজা নামের একটি বাণিজ্যিক ভবনের লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সকাল ৮টা ০৫ মিনিটের দিকে বরিশাল প্লাজার চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হওয়ার ঘটনাটি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি-আল-ফারুক।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি টিম ঘটনাস্থলে পৌঁছায়। ৪০ মিনিটের প্রচেষ্টার পর ৮টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ওই কর্মকর্তা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটটি সকাল ৮টা ০৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।
এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে, গত মঙ্গলবার (৪ এপ্রিল) বঙ্গবাজার মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাড়ে তিন হাজার দোকান পুড়ে গেছে।
সেই আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের মোট ৪৮টি ইউনিটের টানা ছয় ঘণ্টা সময় লেগেছিল এবং আগুন পুরোপুরি নেভাতে সময় লেগেছে প্রায় ৭৫ ঘণ্টা।