ঈদের পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পূর্ণাঙ্গ পুনর্বাসন করা হবে: মেয়র তাপস
ঈদ-উল-ফিতরের পরে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পূর্ণাঙ্গ পুনর্বাসনের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস।
আজ বুধবার (১২ এপ্রিল) দুপুরে খোলা জায়গায় চৌকিতে ব্যবসা পরিচালনার উদ্বোধনের সময় এ ঘোষণা দেন তিনি।
মেয়র বলেন, "আমাদের লক্ষ্য ছিল আজ ব্যবসায়ীক কার্যক্রম শুরু করা, তা আমরা করতে পেরেছি। ক্রমান্বয়ে ৩ হাজার ৮৪৫ জনকে পুনর্বাসন করা হবে।"
তিনি বলেন, "আমরা সিটি কর্পোরেশন থেকে আজই ২ কোটি টাকার অনুদান দেবো ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।"
এছাড়া তিনি বলেন, ক্ষতিগ্রস্ত প্রত্যেক ব্যবসায়ীই দোকান পাবেন, এফবিসিসিআই, ঢাকা চেম্বার অব কমার্স এবং বঙ্গবাজার দোকান মালিক সমিতির সমন্বয়ে সিদ্ধান্ত নেওয়া হবে- কীভাবে এখনকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পূর্ণাঙ্গ পুর্নবাসন করা যায়।
বঙ্গবাজার কমপ্লেক্স মার্কেট ও তৎসংলগ্ন এলাকায় গত ৪ এপ্রিল সংঘটিত অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের মালামাল ও অবকাঠামোগত প্রায় ৩০৩.০৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে আসে।
অগ্নিকাণ্ডের কারণ হিসেবে সিগারেটের আগুন বা মশার কয়েলের সম্ভাব্যতার উল্লেখ করেছে ঢাকা সিটি করপোরেশন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে বলে আশঙ্কা করা হয়েছে তদন্ত প্রতিবেদনে।