রোহিঙ্গা প্রত্যাবাসনের সুবিধার্থে যুক্তরাষ্ট্রের প্রতি মিয়ানমারে ‘নিরাপদ সুরক্ষা অঞ্চল’ তৈরির আহ্বান
রোহিঙ্গারা যাতে নিরাপদে নিজ দেশে ফিরে যেতে পারে সেজন্য মিয়ানমারে একটি 'নিরাপদ সুরক্ষা অঞ্চল' তৈরি করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ওয়াশিংটনে সাংবাদিকদের বলেছেন, 'আমরা তাদের (মার্কিন যুক্তরাষ্ট্র) সঙ্গে (রোহিঙ্গা সংকটের) টেকসই সমাধানের জন্য আলোচনা করেছি। আমরা বলেছি, বাংলাদেশের অগ্রাধিকার হলো তাদের (রোহিঙ্গাদের) প্রত্যাবাসন।'
তিনি বলেন, মার্কিন পক্ষ উল্লেখ করেছে যে মিয়ানমারের পরিস্থিতি এখনও প্রত্যাবাসনের জন্য অনুকূল নয়।
'আমরা বলেছি, তারা (রোহিঙ্গারা) যদি একবার সেখানে (মিয়ানমার) যেতে পারে, তারা অনুকূল পরিবেশ পাবে। আপনারা (যুক্তরাষ্ট্র) একটি নিরাপদ সুরক্ষা অঞ্চল তৈরি করুন। রোহিঙ্গাদের নিজেদের দেশেই নিজেদের ভবিষ্যৎ গড়তে হবে।'
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সোমবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মার্কিন সরকার অব্যাহত মানবিক সহায়তার জন্য ধন্যবাদ জানান।
তিনি রোহিঙ্গাদের স্বেচ্ছায় প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টির জন্য মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে উদারভাবে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কাজ চালিয়ে যাওয়ার আশ্বাস দেন।