বন্ধ হয়ে যাচ্ছে ৬ দশকের পুরনো জিনাত বুক সাপ্লাই
বন্ধ হয়ে যাচ্ছে দেশে মৌলিক (অরিজিনাল) বইয়ের অন্যতম পুরনো দোকান জিনাত বুক সাপ্লাই লিমিটেড।
১৯৬৩ সালে প্রতিষ্ঠিত, ছয় দশক পুরনো বইয়ের দোকানটি মে মাসেই ব্যবসায় ইতি টানতে যাচ্ছে।
প্রথমে ৩০ এপ্রিল দোকানটি বন্ধ হয়ে যাওয়ার কথা থাকলেও পরে ক্রেতাদের অনুরোধে এ সময় ১৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
"ব্যবসা বন্ধ করার সিদ্ধান্তের পেছনে আসলে বেশ কয়েকটি কারণ রয়েছে; বই পাইরেসি, অনলাইন ব্যবসার সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারা, আমদানি করা বইয়ের শুল্ক এবং আমার অসুস্থতা," বললেন জিনাত বুক সাপ্লাই লিমিটেডের স্বত্বাধিকারী সৈয়দ মোহাম্মদ ফয়সাল।
তিনি জানান, "পাইরেসির কারণে বইয়ের বিক্রি উল্লেখযোগ্যভাবে কমে গেছে; কারণ আমদানি করা অরিজিনাল বইয়ের দাম বেশি। উপরন্তু, অনলাইন ব্যবসার সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারায়ও বিক্রি কমেছে। আমার এখানে দীর্ঘ ২০/৩০ বছর ধরে যারা কাজ করছেন, তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা পরেও অনলাইন ব্যবসার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া সম্ভব হয়নি।"
"এসব কারণে গত ৯ বছরে ব্যবসায় প্রায় ৩০ লাখ টাকার আর্থিক লোকসান হয়েছে; এই লোকসান আমার পক্ষে বহন করা কঠিন। কারণ ব্যবসা চালিয়ে নেওয়ার মতো তেমন উল্লেখযোগ্য সম্পদ আমার নেই। মাঝেমধ্যে মাসিক লোকসানের পরিমাণ ৫০ থেকে ৬০ হাজার টাকায় পর্যন্ত গিয়ে ঠেকে।"
"এছাড়া, আমার বয়স হয়েছে; ৬৭ বছর বয়সে এসে আমি ডায়াবেটিসসহ বেশকিছু স্বাস্থ্যগত সমস্যায় ভুগছি। যদিও এই বয়স অনেকের কাছেই তেমন ইস্যু নয়, তবে ব্যবসা বন্ধ করার সিদ্ধান্তের পিছনে আমার শারীরিক অসুস্থতা অন্যতম কারণ। এই বয়সে এসে আমি সত্যিই নতুন করে ব্যবসা শুরুর চিন্তা করতে পারিনা," যোগ করেন মোহাম্মদ ফয়সাল।
তিনি আরও বলেন, "এসব কারণে আমি গত কয়েক বছর ধরেই দোকান বন্ধ করার বিষয়ে ভাবছিলাম। এখন সময় এসেছে। আগামী মাস থেকে দোকানটি একটি স্টেশনারি শপ হিসেবে ভাড়া দেওয়া হবে।"
চলতি মাসের শেষে দোকান বন্ধ হওয়ার আগ পর্যন্ত ২৫ শতাংশ ছাড় দিচ্ছে জিনাত বুক সাপ্লাই।
১৯৬৩ সালে মোহাম্মদ ফয়সালের বাবা সৈয়দ আবদুল মালেক দোকানটি প্রতিষ্ঠা করেছিলেন। ফয়সালের বড় বোন জিনাতের নামে দোকানের নামকরণ করা হয়েছিল। তার বাবা সৈয়দ আবদুল মালেক ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গণপূর্ত বিভাগের সরকারি কর্মচারী।
এর আগে, বুধবার (১২ এপ্রিল) বুকওয়ার্ম বাংলাদেশ-এর ফেসবুক পেইজে জিনাত বুক সাপ্লাই বন্ধ হয়ে যাচ্ছে বলে একটি পোস্ট করা হয়। পোস্টে লেখা হয়, 'অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমরা শুনেছি, জিনাত বুক সাপ্লাই লিমিটেড স্থায়ীভাবে বন্ধ হয়ে যাচ্ছে।'
নিউমার্কেটের কেন্দ্রস্থলে অবস্থিত ঢাকার প্রথম দিকের মৌলিক (অরিজিনাল) বইয়ের দোকানগুলোর মধ্যে জিনাত বুক সাপ্লাই অন্যতম; আমাদের মতো বইপোকা ও পাঠক তৈরিতে এই দোকানের ভূমিকা অনন্য। নিউ মার্কেটে প্রবেশের পর জিনাত বুকের পথ খুঁজে পাওয়া, নতুন বইয়ের গন্ধ, তাকে সাজানো সারি সারি বইয়ের জাদু আমরা কখনই ভুলব না, উল্লেখ করা হয় সোশ্যাল মিডিয়া পোস্টে।