শেষ পর্যন্ত ছাঁটাই হলেন রোনালদোদের কোচ
আল-নাসেরের কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন রুদি গার্সিয়া, আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দিয়েছে আল-নাসের কর্তৃপক্ষ।
গার্সিয়ার বরখাস্ত হওয়ার পেছনে নাকি ক্রিশ্চিয়ানো রোনালদোর ভূমিকা আছে। জানুয়ারির দলবদলে সৌদি দলটিতে যোগ দেওয়ার পর থেকে দলের কোচের সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছিল না সিআর সেভেনের।
নিচের সারির দল আল-ফেইহার সঙ্গে গোলশূন্য ড্র করার পর দলের খেলোয়াড়দের ওপর অসন্তুষ্টি প্রকাশ করেন গার্সিয়া। ম্যাচ শেষে হতাশা লুকাননি তিনি, 'আল ফেইহার বিপক্ষে ম্যাচে আমরা ড্র করেছি। এই ফল মোটেও গ্রহণযোগ্য নয়, আমি খুবই অসন্তুষ্ট। আমি খেলোয়াড়দের পারফরম্যান্সেও সন্তুষ্ট নই।'
এদিকে গণ মাধ্যমের খবর ছিলো, গার্সিয়ার কৌশল পছন্দ হচ্ছে না পর্তুগিজ তারকার। ফরাসি এই কোচ নাকি আল-নাসেরের ফুটবলারদের থেকে সেরাটা বের করতে পারছেন না।
রোনালদোকে কেনার পরপরই গার্সিয়া বলেছন লিওনেল মেসিকেই নাকি তিনি আগে দলে টানতে চেয়েছিলেন।
পিএসজি তারকাকে যেহেতু পাওয়া যায়নি, তাই রোনালদোকে কেনা হয়েছে। মজা করে বললেও চিরপ্রতিদ্বন্দ্বীকে নিয়ে এমন কথা তো রোনালদোর মেজাজ বিগড়ে দিতেই পারে।
সবকিছু মিলিয়েই গার্সিয়ার আল-নাসের অধ্যায় শেষ হয়ে গিয়েছে। গার্সিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা নিয়ে বিবৃতি দিয়েছে আল- নাসের, 'পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আল-নাসের রুদি গার্সিয়ার সরে যাওয়ার খবর নিশ্চিত করছে। বোর্ড ও আল-নাসেরের সঙ্গে সংশ্লিষ্ট সবাই রুদি এবং তার স্টাফদের শেষ আট মাসের কাজের জন্য ধন্যবাদ জানাচ্ছে।'