‘সভ্যতা ধ্বংস’ করতে পারে এআই: মাস্কের হুঁশিয়ারি
নতুন এক সাক্ষাৎকারে ইলন মাস্ক হুঁশিয়ারি দিয়েছেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) 'সভ্যতা ধ্বংস করতে' পারে। যদিও তিনি নিজে এআইয়ের বিকাশ ও উন্নয়নে ঘনিষ্ঠভাবে যুক্ত। গুজব উঠেছে, তিনি নতুনভাবে একটি এআই প্রকল্পে বিনিয়োগ করছেন। খবর সিএনএনের।
ওই সাক্ষাৎকারে মাস্ক বলেন, এআই এই অর্থে বিপজ্জনক যে সভ্যতা ধ্বংস করে দেওয়ার সামর্থ্য এর আছে।
সাম্প্রতিক সময়ে মাস্ক উপর্যুপরি বেশ কয়েকবার এআইয়ের বিপদ সম্পর্কে সতর্কবার্তা দিয়েছেন। গুগল, মাইক্রোসফটের মতো প্রযুক্তি জায়ান্টদের থেকে শুরু করে সাধারণ ভোক্তাদের মধ্যে এআই পণ্যের ব্যবহার ব্যাপকভাবে বাড়ার সময়ে এ হুঁশিয়ারি দিচ্ছেন তিনি।
গত মাসেই একদল প্রযুক্তি নেতা এক খোলা চিঠিতে আহ্বান জানিয়েছিলেন এআইয়ের উন্নয়নের জন্য চলমান 'নিয়ন্ত্রণহীন' ইঁদুরদৌড় যেন ছয় মাস বন্ধ রাখা হয়। সেই দলে মাস্কও ছিলেন।
সোমবার দেওয়া সাক্ষাৎকারে মাস্ক বলেন, এআইয়ের ওপর সরকারের নিয়মনীতি আরোপকে তিনি সমর্থন করেন।
মাস্ক বলেন, এআইকে নিওন্ত্রণে রাখতে একটি নিয়ন্ত্রক সংস্থা খোলা উচিত। নিয়মনীতি প্রণয়নের ক্ষেত্রে শিল্পের সবার কাছ থেকে মতামত নেওয়া উচিত।
মাস্ক অবশ্য অনেক বছর ধরেই এআই নিয়ে সতর্কবার্তা দিয়ে আসছেন। তবে তিনি বেশ কয়েকটি কোম্পানিতে বিনিয়োগের মাধ্যমে বৃহত্তর এআই অস্ত্রের দৌড়েও শামিল হয়েছেন।
যেমন টেসলার বহু কাজের জন্যই ব্যাপকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভর করতে হয়। তাছাড়া চ্যাটজিপিটি বাজারে আনা কোম্পানি ওপেনএআইয়ের প্রতিষ্ঠাতা সদস্যও ছিলেন মাস্ক। আর গত মাসেই মাস্ক বলেছেন, টুইটারে জনমতামতের বিকৃতি শনাক্ত ও তুলে ধরতে তিনি এআই ব্যবহারের কথা ভাবছেন।
মাস্ক বলেন, তিনি এখন মাইক্রোসফট ও গুগলের প্রতিদ্বন্দ্বী এআই তৈরি করতে চান। তিনি বলেন, 'আমরা ট্রুথজিপিটি নামের কিছু একটা তৈরি করতে চাই।'
জানা গেছে, মাস্ক ওপেনএআই ও চ্যাটজিপিটিকে প্রতিদ্বন্দ্বিতায় ফেলতে পারবে এমন একটি এআই স্টার্টআপ গঠন করতে কাজ করছেন। গত সপ্তাহেই দ্য ফিন্যানশিয়াল টাইমস জানিয়েছে, এআই গবেষক ও প্রকৌশলীদের নিয়ে একটি দল গঠন করছেন মাস্ক। পাশাপাশি নতুন একটি উদ্যোগের জন্য বিনিয়োগকারীও খুঁজছেন।