বিশ্বের সবচেয়ে ধনী শহরে মিলিয়নিয়ার ৩ লাখেরও বেশি
আরও একবার বিশ্বের সবচেয়ে ধনী শহরের তকমা পেয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর। গ্লোবাল ওয়েলথ ট্র্যাকার হেনলি অ্যান্ড পার্টনারস এর বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ২০২৩ সালে নিউইয়র্কেই সবচেয়ে বেশি ৩ লাখ ৪০ হাজার মিলিয়নিয়ারের বসবাস।
এদিকে তালিকায় নিউইয়র্কের পরেই রয়েছে টোকিও এবং সান ফ্রান্সিসকো বে এরিয়া। এ দুটি শহরে যথাক্রমে ২ লাখ ৯০ হাজার ৩০০ এবং ২ লাখ ৮৫ হাজার মিলিয়নিয়ার রয়েছেন।
'ওয়ার্ল্ড'স ওয়েলদিয়েস্ট সিটিস রিপোর্ট-২০২৩' শীর্ষক প্রতিবেদনে সারা বিশ্বের নয়টি অঞ্চলের (আফ্রিকা, অস্ট্রেলিয়া, সিআইএস, পূর্ব এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য, উত্তর আমেরিকা, দক্ষিণ এশিয়া ও দক্ষিণপূর্ব এশিয়া) ৯৭টি দেশের নাম উঠে এসেছে। এই দেশগুলোতেই রয়েছে বিশ্বের সবচেয়ে ধনী শহরগুলো।
প্রতিবেদনে দেখা গেছে, যুক্তরাষ্ট্রেরই চারটি শহর এ তালিকায় জায়গা করে নিয়েছে- নিউইয়র্ক, দ্য বে এরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং শিকাগো। চীনের দুটি শহর (বেইজিং ও সাংহাই) রয়েছে এই তালিকায়।
তবে এবছরের তালিকায় চতুর্থ স্থানে নেমে গিয়েছে লন্ডন। লন্ডনে বর্তমানে ২ লাখ ৫৮ হাজার 'হাই-নেট-ওর্থ' বা উচ্চ বিত্তশালী বাসিন্দা রয়েছেন। লন্ডনের পরের অবস্থানে রয়েছে সিঙ্গাপুর, যেখানে উচ্চ বিত্তশালী বাসিন্দার সংখ্যা ২ লাখ ৪০ হাজার ১০০। একসময় সবচেয়ে বেশি মিলিয়নিয়ারের শহর বলে লন্ডনের খ্যাতি ছিল, কিন্তু গত ২০ বছরে তা হ্রাস পেয়েছে।
বর্তমানে বিশ্বের ৩ লাখ ৪০ হাজার মিলিয়নিয়ার, ৭২৪ জন সেন্টি-মিলিয়নিয়ার এবং ৫৮ জন বিলিয়নিয়ারের বাস 'দ্য বিগ অ্যাপল'-এ(নিউইয়র্ক সিটির ডাকনাম)। এছাড়াও, মার্কেট ক্যাপিটালের ভিত্তিতে বিশ্বের সর্ববৃহৎ দুটি স্টক এক্সচেঞ্জও (দ্য নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ, দ্য নাজডাক স্টক মার্কেট) নিউইয়র্কে অবস্থিত।
ব্রঙ্কস, ব্রুকলিন, ম্যানহাটন, কুইনস ও স্টেটেন আইল্যান্ড মিলিয়ে নিউইয়র্ক শহর। ম্যানহাটনের ফিফথ এভিনিউসহ বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় কিছু রেসিডেন্সিয়াল স্ট্রিট রয়েছে নিউইয়র্কে, যেখানে প্রাইম অ্যাপার্টমেন্টের প্রতি বর্গমিটার জায়গার দাম ২৭ হাজার ডলারেরও বেশি হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।