এক্সপোর্ট প্রসিড না আনলে পাওয়া যাবে না ইএফপিএফ সুবিধা
যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড (ইডিএফ) থেকে ঋণ সহায়তা নিয়ে এক্সপোর্ট প্রসিড দেশে আনেনি, তারা এক্সপোর্ট ফ্যাসিলিটেশন প্রি-ফাইন্যান্স ফান্ড (ইএফপিএফ) থেকে আর কোনো অর্থায়ন পাবে না।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট (বিআরপিডি) এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংক দেখেছে, ইডিএফ থেকে ঋণ সুবিধা নিয়ে রপ্তানিমূল্য প্রত্যাবাসিত না করা অনেক রপ্তানিকারক ইএফপিএফ থেকে ঋণ নিচ্ছে।
এখন থেকে তারা সেই ঋণ আর পাবে না।
রিজার্ভ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক ইডিএফ থেকে নেওয়া ঋণ কমিয়ে নিয়ে আসছে। ৭ বিলিয়ন থেকে কমিয়ে এ ফান্ড ৫.২ বিলিয়ন ডলার করা হয়েছে।
সেইসঙ্গে রপ্তানিকারকদের সুবিধা দিতে ১০ হাজার কোটি টাকা ইএফপিএফ গঠন করে কেন্দ্রীয় ব্যাংক।
রপ্তানিকারকরা র ম্যাটেরিয়াল আমদানিতে এ ফান্ড থেকে ঋণ নিতে পারে।