‘কুইন’ তারকা ফ্রেডি মার্কারির ব্যক্তিগত সংগ্রহ নিলামে তুলছেন তার ঘনিষ্ঠ বন্ধু
ব্রিটিশ রক ব্যান্ড 'কুইন' এর ফ্রন্টম্যান ফ্রেডি মার্কারির পুরনো বন্ধু ম্যারি অস্টিন প্রয়াত তারকার একান্ত ব্যক্তিগত ১৫০০ আইটেম নিলামে তুলতে যাচ্ছেন; খবর বিবিসির। ফ্রেডির এসব সংগ্রহের মধ্যে রয়েছে তার নিজ হাতে লেখা লিরিক্স এবং বৈচিত্র্যময় কিছু স্টেজ কস্টিউম।
দীর্ঘ ৩০ বছর ধরে ফ্রেডি তার সংগ্রহশালাকে সমৃদ্ধ করেছেন এবং এবং লন্ডনে নিজ বাড়িতেই সবকিছু রাখতেন। ১৯৯১ সালে মৃত্যুর সময় তিনি বাড়ি এবং ব্যক্তিগত সংগ্রহের সবকিছুই অস্টিনকে দিয়ে যান।
এ বিষয়ে অস্টিন বলেন, "এই সংগ্রহ আপনাকে ব্যক্তি ফ্রেডি এবং যে মানুষটিকে আমি চিনতাম, তার গভীরে নিয়ে যাবে।"
বিশাল গ্যালারিসদৃশ ড্রয়িংরুমে বসে ছিলেন অস্টিন; ঘরের দেয়ালে ঝোলানো ফরাসি চিত্রশিল্পী তিসোর আঁকা একটি পোর্ট্রেট। এই পোর্ট্রেটই ছিল ফ্রেডি মার্কারির কেনা সর্বশেষ চিত্রকর্ম। মৃত্যুর এক মাস আগে এটি কিনেছিলেন তিনি।
চিত্রকর্মটি দেয়ালে এমনভানে ঝোলানো হয়েছিল যাতে সোফায় বসেই এটি দেখতে পারেন 'কুইন' তারকা। ফরাসি শিল্পীর আঁকা এই ছবিটি নিলামে ৪০০,০০০ থেকে ৬০০,০০০ পাউন্ডে বিক্রি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সংবাদমাধ্যম বিবিসিকে অস্টিন বলেন, "তার (ফ্রেডির) বৈচিত্র্যময় রুচির একটা পরিচয় পাওয়া যায় এখানে। এটা খুবই অভিজাত এবং বিজ্ঞ সংগ্রহ।"
'কুইন' তারকার এ সংগ্রহের প্রধান একটি আকর্ষণ হলো ফ্রেডির নিজের হাতে লেখা কুইনের 'উই আর দ্য চ্যাম্পিয়নস' গানের লিরিক্স। নয় পৃষ্ঠার এই লেখায় গানের লিরিক্সের পাশাপাশি রয়েছে হারমোনি, কর্ড। এটি ২০০,০০০ থেকে ৩০০,০০০ পাউন্ড দামে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়াও এক টুকরো কাগজে ব্ল্যাক বিরো কলমে (কালো বলপয়েন্ট কলম) লেখা কুইনের আরেকটি গান 'কিলার কুইন' এর অপ্রকাশিত লিরিক্সও নিলামে তোলা হবে। ১৯৭৪ সালের দিকে লেখা এই লিরিক্স ৫০,০০০ থেকে ৭০,০০০ পাউন্ডে বিক্রি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
অস্টিন বলেন, গানের লিরিক্সগুলো নিলামে তোলা খুবই কঠিন কাজ ছিল, কারণ তিনি যে মানুষটির প্রতি অনুরক্ত ছিলেন, তার এই জিনিসগুলোই তার কাছে সবচেয়ে সুন্দর লাগতো।
তিনি আরও যোগ করেন, "আপনি একজন শিল্পীর কাজের প্রক্রিয়া ও চলমান কাজ দেখতে পাচ্ছেন। কীভাবে গানগুলো তৈরি হয়, কীভাবে শিল্পীরা পুনরায় চিন্তা করেন, পুনর্বিন্যাস করেন তা দেখতে পাচ্ছেন।"
১৯৭০ সালে কুইন- এর গিটারিস্ট ব্রায়ান মে'র সাথে ডেটে গিয়ে ফ্রেডি মার্কারির সাথে প্রথম দেখা হয় অস্টিনের। সেসময় তার বয়স ছিল ১৯ বছর।
এরপরে তারা দুজনে ঘনিষ্ঠ হন, এমনকি ফ্রেডি যখন তাকে জানান যে তিনি সমকামী, তখনো ফ্রেডিকে ছেড়ে যাননি অস্টিন। ফ্রেডির এইডস-সংক্রান্ত অসুস্থতা ধরা পড়ার পরেও তিনি তার যত্ন নিয়েছেন।
ফ্রেডি মার্কারি একবার বলেছিলেন, "আমার খুব বেশি মানুষের কাছে যাওয়ার নেই। যদি একজন মানুষও থাকে, সেটা ম্যারি।"
লাজুক স্বভাবের অস্টিন ফ্রেডি মার্কারির মৃত্যুর পর থেকে খুব কমই জনসম্মুখে এসেছেন। কিন্তু ফ্রেডি এখনও তার জীবনের একটা বড় অংশজুড়ে আছেন। " আমি আগের সেইসব মজা, রসিকতা, তার উষ্ণতা, তার প্রাণশক্তি সবকিছু মিস করি", বলেন অস্টিন।
কেনসিংটনের বাড়িটি ফ্রেডি যেভাবে রেখে গিয়েছিলেন, আজও সেভাবেই আছে। অ্যান্টিক আসবাবপত্র, শিল্পকর্ম ও তার মূল্যবান পোশাকগুলো... সবকিছু এখনও সেই বাড়িতে আছে।
প্রয়াত গায়কের বাড়িজুড়ে আছে পিকাসো, মাতিজ ও মার্ক শাগালের মতো বিখ্যাত শিল্পীদের শিল্পকর্ম। ফ্রেডি মার্কারি একবার বলেছিলেন, "আমার এইসব চমৎকার জিনিস দিয়ে ঘেরা থাকতে ভালো লাগে। আমি ভিক্টোরিয়ান জীবনযাপন করতে ভালোবাসি, চারদিকে এক চমৎকার বিশৃঙ্খল পরিবেশ।"
কিন্তু এখন অস্টিন এগুলো বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ 'তাকে তার সব কাজ গুছিয়ে আনতে হবে।'
৭২ বছর বয়সী অস্টিন বলেন, "এখন সময় এসেছে আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা নেওয়ার এবং জীবনের খুব বিশেষ একটা অধ্যায়ের ইতি টানার।"
কিছু ব্যক্তিগত উপহার এবং দুজনের একসাথের কিছু ছবি বাদে বাকি সবকিছুই বিক্রি করে দিচ্ছেন অস্টিন। তিনি বলেন, "যে জিনিসগুলো পিছুটান তৈরি করে সেগুলো নিজের কাছে রাখা ঠিক হবে না বলেই মনে করি আমি।"
ফ্রেডি মার্কারির মঞ্চে পারফর্ম করার সময়ের বেশকিছু কস্টিউমও এই নিলামে বিক্রি হবে। তার সিক্যুইনের কাজ করা ক্যাটস্যুট, গ্লিটারড শু, পশম, রেড ভেলভেট ও স্ফটিকের তৈরি মুকুট এবং আশির দশকে কুইনের সাথে তার শেষ ট্যুরের সময় পরা আলখাল্লা নিলামে বিক্রি হবে।
এছাড়াও, ফ্রেডির বিছানার পাশে থাকা টেলিফোন, বিশেষভাবে তৈরি মার্বেলের বার এবং বারে বসার জন্য মার্বেলের উঁচু টুল, মনোগ্রাম করা ন্যাপকিন- যাতে সবুজ সুতায় 'এফ' অক্ষর লেখা এবং গোঁফ আচড়ানোর ছোট একটি চিরুনিও নিলামে তোলা হবে।
১৯৯১ সালে তারকার শেষ ভিডিও 'ডেইস অব আওয়ার লাইভস'- এ তিনি যে ওয়েস্টকোট পরেছিলেন, সেটিও নিলামে উঠতে যাচ্ছে।
আসছে গ্রীষ্মে লন্ডনের নিলাম হাউজ সোথবি'স-এ বিশেষভাবে ডিজাইন করা একটি গ্যালারিতে ফ্রেডি মার্কারির ১৫০০ জিনিসের এই সংগ্রহ প্রদর্শিত হবে এবং আগামী সেপ্টেম্বরে এগুলো বিক্রি করা হবে।
এই নিলাম থেকে সব মিলিয়ে ৬ মিলিয়ন পাউন্ডের মতো আয় হতে পারে এবং এর কিছু টাকা দান করে দেওয়া হবে।