বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহর জায়গা দেখছেন না সুজন
লম্বা সময় ধরে জাতীয় দলের টিম ডিরেক্টরের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। এ সময়ে জাতীয় দলের প্রায় সব সিদ্ধান্তেই ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা। কিন্তু গত কয়েক সিরিজ ধরে টিম ডিরেক্টরের দায়িত্বে নেই সুজন, জাতীয় দলের কোনো কাজে তার সম্পৃক্ততা নেই বললেই চলে। অবশ্য বাইরে থেকেই দলের আবহ বুঝতে পারেন বিসিবির পরিচালক ও সাবেক এই অধিনায়ক। তাই তো মাহমুদউল্লাহ রিয়াদের ওয়ানডে বিশ্বকাপ ভবিষ্যৎ এখনই বুঝতে পারছেন তিনি।
আগামী অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে বাংলাদেশ দলে মাহমুদউল্লাহর জায়গা দেখতে পাচ্ছেন না সুজন। তার মতে, মাহমুদউল্লাহ বাংলাদেশের বিশ্বকাপ পরিকল্পনায় থাকলে তাকে নিয়মিতভাবে ওয়ানডে সিরিজগুলোতে রাখা হতো। সেটা না হওয়ায় বিশ্বকাপ দলে অভিজ্ঞ এই ক্রিকেটারের জায়গা দেখতে পাচ্ছেন না সুজন।
গত মাসে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাহমুদউল্লাহকে বিশ্রাম দেওয়া হয়। ইংল্যান্ডের চেমসফোর্ডে অনুষ্ঠেয় আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও তাকে দলে নেওয়া হয়নি। মাহমুদউল্লাহর বিশ্বকাপ ভাগ্য নিয়ে প্রশ্ন করা হলে সুজন বলেন, 'আমি যেহেতু জাতীয় দলের সেটআপে নেই, আমি পরিকল্পনাটা জানি না। সিলেকশনটা কী হচ্ছে না হচ্ছে, আমি জানতেও চাই না। গণমাধ্যমে দেখি কী হচ্ছে না হচ্ছে।'
'রিয়াদ নিশ্চিতভাবে আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বাংলাদেশ দলের অনেক পারফরম্যান্সের সে সাক্ষী, ম্যাচ জিতেয়েছে অনেক। সত্যি কথা বলতে রিয়াদ যেহেতু জাতীয় দলে নেই, আমি যদি ওভাবে বলি আমি রিয়াদকে বিশ্বকাপ দলে দেখছি না। রিয়াদকে যদি বিশ্বকাপ দলে দেখতাম, তাহলে এই সিরিজগুলোতে থাকতো। বিশ্বকাপের বেশি দিন নেই।' যোগ করেন সুজন।
মাহমুদউল্লাহর জায়গায় খেলছেন তরুণ তৌহিদ হৃদয়, অভিষেকের পর থেকে তিনি আলো ছড়িয়ে যাচ্ছেন। বিকল্প হিসেবে আছেন আফিফ হোসেন ধ্রুব। একই জায়গায় ব্যাটিং করে মুশফিকুর রহিম দারুণ পারফরম্যান্স করেছেন। তিনজনকে ডিঙিয়ে দলে জায়গা করে নেওয়াটা মাহমুদউল্লাহর জন্য কঠিন বলে মনে করেন সুজন। তার মতে ঢাকা প্রিমিয়ার লিগের পারফরম্যান্স তাকে নিয়ে ভাবার সুযোগ তৈরি করতে পারে।
সুজনের ভাষায়, 'হৃদয় ওখানে ভালো করছে, আফিফ এখন দলের বাইরে আছে, মুশফিকও ভালো করছে। সুপার লিগের ম্যাচগুলোতে রিয়াদ নিজেকে কীভাবে মেলে ধরে, সেটা দেখার বিষয়। তবে রিয়াদ অনেক গুরত্বপূর্ণ, যখনই খেলেছে বাংলাদেশের জন্য, খুব গুরুত্বপূর্ণ একটি জায়গায় ব্যাটিং করেছে। এই জায়গাতে আপনি জিরো হতে পারেন, হিরো হতে পারেন, দুটিরই স্বাদ রিয়াদ পেয়েছে। অনেক ম্যাচ আছে, রিয়াদ যেগুলো একাই বাংলাদেশকে জিতিয়েছে। সেটাও আছে।'
পরিস্থিতি বিবেচনা, মাহমুদউল্লাহর অভিজ্ঞতা বিবেচনা করলে অবশ্য এখনও সম্ভাবনা দেখতে পান সুজন। সাবেক এই ক্রিকেটার বলেন, 'বর্তমান পরিস্থিতি আমাদের বিবেচনা করতে হবে, রিয়াদকে আমাদের দলে কতটুকু দরকার বা ওর পরিবর্তে যারা খেলছে, তারা পারফর্ম করতে পারছে কিনা। তারা যদি পারফর্ম করে, দল যদি সন্তুষ্ট থাকে, রিয়াদের সুযোগ কম থাকবে। এ রকম যদি না হয়, রিয়াদের অভিজ্ঞতা তো আছেই, যেকোনো সময় ফিরলে পারফর্ম করতে পারবে, সেটা আমরা সবাই বিশ্বাস করি। সময় আছে, রিয়াদ একদম বাইর হয়ে গেছে, তা নয়।'