মিরপুরে আবাহনী-মোহামেডান দ্বৈরথ, কী বলছেন ইমরুল-মোসাদ্দেকরা
ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্বের খেলা শেষ, সুপার লিগ নিশ্চিত করেছে ছয় দল। ১ থেকে শুরু হচ্ছে এই পর্ব। প্রথম দিন মাঠে নামছে ছয় দলই, মিরপুরে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। ম্যাচটি নিয়ে সবার মাঝে আগের মতো উত্তেজনা না থাকলেও দল দুটির ক্রিকেটাররা ঠিকই রোমাঞ্চ অনুভব করছেন। ম্যাচের আগের দিন তা জানিয়েছেন আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ও মোহামেডানের নেতৃত্বে থাকা ইমরুল কায়েস।
মানসিকভাবে অনেকটা এগিয়ে থেকেই এই ম্যাচে মোহামেডানের বিপক্ষে মাঠে নামছে শিরোপার রেসে ভালোভাবে টিকে থাকা আবাহনী। লিগ পর্বের সাক্ষাতে মোহামেডানকে হেসেখেলেই ৬ উইকেটে হারায় আবাহনী। সুপার লিগে ওঠার পথেও দাপট দেখিয়েছে তারা। ১১ ম্যাচের ১০টি জেতা আবাহনী পয়েন্ট টেবিলের দুই নম্বরে থেকে সুপার লিগে ওঠে। মোহামেডান ১১ মাচের ৬টি জিতে পরের পর্ব নিশ্চিত করে।
বেশ আগে থেকেই আবাহনী-মোহামেডান লড়াই দেখে আসছেন মোসাদ্দেক। আবাহনীর কয়েকবার খেলেছেন মোহামেডানের বিপক্ষে। এবারের লড়াইয়েও উত্তেজনা আশা করছেন আবাহনীর অধিনায়ক, 'অনুভব তো অবশ্যই করি। আমি যখন ঢাকা লিগ শুরু করেছি, ওই সময় থেকেই আবাহনী-মোহামেডানের একটা হাই ভোল্টেজ ম্যাচ সব সময় আমরা দেখে থাকি। আমি নিজেও অনেকবার ফেস করছি। আশা করছি সুপার লিগ থেকে ওই ফিলটা পাবো।'
মোহামেডানের বিপক্ষে ম্যাচ বলে অবশ্য কোনো বাড়তি চাপ অনুভব করছেন না মোসাদ্দেক, নেই আলাদা কোনো পরিকল্পনাও। তার কাছে এই পর্বের ছয় দলই সমান। জেতার জন্য মাঠে নামবেন জানিয়ে ডানহাতি এই ব্যাটসম্যান বলেন, 'লক্ষ্য তো মোহামেডান হোক বা যে দল, জেতার জন্যই খেলতে নামবো অবশ্যই। জেতার জন্যই আমরা খেলবো ইশাআল্লাহ।'
'আলাদা কোনো পরিকল্পনা নেই বা ওইভাবে চাপ নেই। সুপার লিগে যে ছয়টা দল আছে এখানে, সবগুলো দলই খুব ভালো দল। সব দলেই ভালো ভালো খেলোয়াড় আছে। এখানে নির্দিষ্ট কোনো দল নেই যে, একটা দল নিয়ে খুব চাপে থাকবেন। আমরা টুর্নামেন্টে খুব ভালো খেলে আসছি, ওই আত্মবিশ্বাস আছে। আমি মনে করি আমাদের খুব গোছানো একটা দল, প্রতিটা খেলোয়াড়ই ভালো ছন্দে আছে। ওই জায়গা থেকে তো অবশ্যই আশাবাদী।' যোগ করেন মোসাদ্দেক।
সাকিব আল হাসান যোগ দেওয়ার পর ভাগ্য বদলে যায় ধুঁকতে থাকা মোহামেডানের। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সুপার লিগে উঠেছে তারা। বদলে যাওয়া মোহামেডানের পথচলায় সাকিবের পাশাপাশি অবদান আছে মেহেদী হাসান মিরাজ ও রনি তালকুদারেরও। জাতীয় দলের ম্যাচের কারণে এই তিন ক্রিকেটারকে পাচ্ছে মোহামেডান, যা নিজেদের জন্য সুযোগ হিসেবে দেখছেন মোসাদ্দেক।
তার ভাষায়, 'লিগের শুরু থেকে যা দেখে আসছি, মোহামেডান যখন সাকিব ভাই, রনি তালুকদার, মিরাজ ছাড়া খেলছে, ওই সময় তাদের দল যেভাবে চেয়েছে, ওভাবে ফল পায়নি। যদিও দলে রিয়াদ ভাইরা ছিল। সাকিব ভাইরা আসার পর দলের অবস্থান ভালো দিকে গেছে, সুপার লিগে উঠেছে। এখন তারা নেই, এটা অবশ্যই তাদের জন্য একটা অসুবিধা, প্রধান খেলোয়াড়দের পাচ্ছে না। অবশ্যই এটা আমাদের জন্য একটা সুবিধা বা সুযোগ। তবে আসলে ছোট করে দেখার তো কিছু নেই। ওদের দলে বেশ সামর্থ্যবান খেলোয়াড় আছে, যারা একা ম্যাচ জেতাতে পারে।'
লিগ পর্বে করা ভুল শুধরে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে ভালো ক্রিকেট খেলতে চান ইমরুল। মোহামেডান অধিনায়ক বলেন, 'আমরা চেষ্টা করবো ভালো ক্রিকেট খেলার এবং ম্যাচ জেতার। প্রথম রাউন্ডে তারা আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে তাই জিতেছে। একটা সময় আমরা ভালো শুরু পেয়েও ভালোভাবে শেষ করতে পারিনি। চেষ্টা করবো আগে যে ভুলগুলো করেছি, সেগুলো শোধরানোর। ভালো শুরু পেলে এবার বড় রান করার চেষ্টা করবো। বড় রান করলে অবশ্যই ওদের জন্য চাপ থাকবে। খেলার ফল কালকে দিন শেষে বোঝা যাবে। আগে বলে কোনো লাভ নাই। আমরা ভালো ক্রিকেট খেলতে চাই।'
আবাহনী-মোহামেডান দ্বৈরথ নিয়ে ইমরুল বলেন, 'যারা খেলে তারা তো অনুভব করে আবাহনী-মোহামেডান ম্যাচে ভিন্ন আবহ থাকে। গত কয়েক বছর মোহামেডান হয়তো ভালো করছে না আবাহনীর সাথে, তবে এবার আমরা চেষ্টা করবো। এখনও একটা ম্যাচ আছে। আসলে আমরা সবাই সবার বিপক্ষে খেলি। এখানে আবাহনী-মোহামেডান বা অন্য কিছু...নামের জন্য খেলা না। আমরা পেশাদার ক্রিকেটার, চেষ্টা করবো যে দলের সাথে প্রতিশ্রুতিবদ্ধ তাদের জন্য ফল বয়ে আনার জন্য। দিনশেষে যদি ফল আসে, অবশ্যই ভালো লাগবে।'