রাজধানীর গেন্ডারিয়ায় গ্যাস লাইনে লিকেজ
আজ সকালে রাজধানীর গেন্ডারিয়া এলাকায় একটি গ্যাস লাইন সংযোগে লিকেজ হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (১ মে) বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. শাহজাহান শিকদার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "গ্যাস লিকেজের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল গেন্ডারিয়া এলাকায় ছুটে গেছে।"
তিনি আরো জানান, সকাল সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।
"যেহেতু অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি, তাই ফায়ার সার্ভিস সেখান থেকে চলে আসে। বিষয়টি তিতাস গ্যাস কর্তৃপক্ষকে জানায় তারা," যোগ করেন তিনি।