বাংলাদেশে আসছে না মেসির আর্জেন্টিনা
আর্জেন্টিনা ফুটবল দল নিয়ে বাংলাদেশের ফুটবল ভক্তদের আবেগ, ভালোবাসার শেষ নেই। কাতার বিশ্বকাপ চলাকালে বাংলাদেশি ভক্তদের উন্মাদনা দেখেছে দেশটি। সমর্থন ও ভালোবাসার জন্য কয়েক দফায় ধন্যবাদ জানায় বিশ্বচ্যাম্পিয়নের মুকুট জেতা দেশটি। দেশের ভক্তদের ভালো লাগা বাড়িয়ে দিতে মেসি-ডি মারিয়াদের আগামী জুনে ঢাকায় নিয়ে আসতে চেয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু তাদের চেষ্টা সফল হচ্ছে না, বাংলাদেশে আসছে না আর্জেন্টিনা।
বাংলাদেশে মেসিদের নিয়ে আসছে বাফুফে, আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর এমন আলোচনা শোনা যায়। সেই আলোচনায় অগ্রগতি আসে জানুয়ারিতে। ১৭ জানুয়ারি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানান, আর্জেন্টিনার বাংলাদেশে আনা প্রায় নিশ্চিত। বাকি থাকা কিছু বিষয় চূড়ান্ত হলেই বাংলাদেশে আসবেন মেসিরা। ১২-২০ জুনের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনার বাংলাদেশে আসার কথা জানিয়েছিল বাফুফের। কিন্তু মাঠ সমস্যার কারণে সেটা সম্ভব হচ্ছে না। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সভাপতি নিজেই।
একটি দেশকে এনে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মেসিদের ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল বাফুফের। কিন্তু তখনই সমস্যা হয়ে দেখা দেয় ভেন্যু। কারণ বঙ্গবন্ধু স্টেডিয়ামে লম্বা সময় ধরে সংস্কার কাজ চলছে। যদিও সালাউদ্দিন আশ্বাস দিয়েছিলেন, ম্যাচ আয়োজনের আগেই মাঠ প্রস্তুত হয়ে যাবে। সে সময় তিনি জানান, দ্রুত কাজ শেষ করতে জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) চিঠি দিয়েছে বাফুফে এবং এনএসসি রাজি হয়েছে।
তেমন হয়নি, প্রস্তুত হয়নি মাঠ। এমনকি আগামী বছরের আগে বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রস্তুত হবে না বলে বাফুফেকে জানিয়ে দিয়েছে এনএসসি। অর্থাৎ, জুনে তো মেসিরা আসছেনই না, ভবিষ্যতেও আসার ক্ষেত্রে থাকছে অনেক যদি, কিন্তু। সালাউদ্দিন বলেছেন, 'আমরা দুই পক্ষই (বাফুফে ও আর্জেন্টিনা) চুক্তি করার পর্যায়ে ছিলাম। কিন্তু আমাদের স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে। এই পরিস্থিতিতে বিশ্বচ্যাম্পিয়নদের বাংলাদেশে আনা সম্ভব হচ্ছে না।
মাঠ প্রস্তুত নয়, অজানা ছিল না কাজী সালাউদ্দিনের। এরপরও তিনি আশাবাদী ছিলেন। আশার কারণ হিসেবে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধান বলেন, 'আমাদের একটা চেষ্টা ছিল বিশ্বচ্যাম্পিয়নরা ম্যাচ খেলতে বাংলাদেশে আসুক। আর্জেন্টিনাও বাংলাদেশে আসার জন্য যথেষ্ট আগ্রহী ছিল। স্টেডিয়াম নিয়ে ক্রীড়া মন্ত্রণালয় ও ক্রীড়া পরিষদ কাজ করছে। শেষ করতে তাদের আরও সময় প্রয়োজন বলে জানিয়েছে।'
'মন্ত্রণালয় আমাদের জানিয়ে দিয়েছে, আগামী বছরের আগে স্টেডিয়াম প্রস্তুত হবে না। এমন হলে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে এনে খেলার আয়োজন করব কোথায়? এ কারণে আমরা আর্জেন্টিনাকে আনতে পারছি না। আমরা বিষয়টা আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে জানিয়ে দিয়েছি।' যোগ করেন কাজী সালাউদ্দিন।
এর আগে ২০১১ সালে বাংলাদেশে আসে আর্জেন্টিনা। নাইজেরিয়ার বিপক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ খেলেন মেসি-ডি মারিয়ারা। আরও একবার তাদেরকে নিয়ে আসার ঘোষণা দিয়ে এবার আর সফলতার মুখে দেখা হলো না বাফুফের। মেসিদের বাংলাদেশে আনার চেষ্টা ভবিষ্যতে জারি থাকবে কিনা, এ বিষয়ে কিছু জানাননি বাফুফে সভাপতি।