কারো রুটি-রুজি ছিনিয়ে নেওয়ায় বিশ্বাসী নই: সালমান খান
নিজের দীর্ঘ ক্যারিয়ারে অগণিত খ্যাতনামা তারকাদের সঙ্গে কাজ করেছেন বলিউড অভিনেতা সালমান খান। বলিউডে তার প্রভাব কতখানি সে সম্পর্কেও সবারই ধারণা আছে; তবে সেই সঙ্গে কিছু গুজব বা বিতর্কও রয়েছে। কিন্তু দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি একটি টিভি শো'তে এসব পরিস্থিতিতে নিজের বিশেষ একটি নিয়ম মেনে চলার কথা উল্লেখ করে সালমান বলেছেন, তিনি কারো জীবিকা উপার্জনের উপর আঘাত করেন না।
'আপ কি আদালত' নামক ওই শো'তে সালমান খান বিগত বছরগুলোতে ইন্ডাস্ট্রির যাদের সাথে কাজ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কিন্তু সালমান বলেন, কোনো প্রজেক্টে যদি এমন মানুষজন থাকে যাদের তিনি পছন্দ করেন না, তাহলে তিনি সেই প্রজেক্ট থেকে সরে আসার পক্ষপাতী।
তবে 'বডিগার্ড' অভিনেতা এও জানান, যদি সেই প্রজেক্ট খুবই গুরুত্বপূর্ণ হয়, যেখান থেকে সরে আসা সম্ভব নয়; সেক্ষেত্রে তিনি আগে ব্যক্তিগত ঝামেলা মিটিয়ে নেন, তারপর কাজ আরম্ভ করেন।
সালমান বলেন, "আমি সৌভাগ্যবান যে বিগত বছরগুলোতে আমি এত এত গুণী শিল্পী, পরিচালক, প্রযোজক, নায়ক-নায়িকার সঙ্গে কাজ করতে পেরেছি। এদের বেশিরভাগের সঙ্গেই আমার সম্পর্ক ভালোই চলেছে, তবে কিছু কিছু মানুষের সঙ্গে আমার বনিবনা হয়নি, তাদের সাথে আমি কাজ করা এড়িয়ে গিয়েছি। তবে আমি সবসময় একটা জিনিসে বিশ্বাস করি যে, আপনার হাতে যদি খুব ভালো চিত্রনাট্য আসে এবং ওই প্রজেক্টের কারো সাথে সম্পর্ক ভাল না থাকে, তাহলে আপনি তাকে বাদ দিতে পারেন না, বরং নিজেকেই সরিয়ে নিন।"
"কখনোই কারো রুটি-রুজি ছিনিয়ে নেওয়া ঠিক না। আপনি বরং নিজেকে প্রত্যাহার করে নিতে পারেন। আর যদি প্রজেক্টটা অনেক ভালো লাগে যায় আপনার, তাহলে দুজনের মধ্যকার ঝামেলা মিটিয়ে নিন আগে", যোগ করেন সালমান।
এর আগে সালমান অভিযোগ করেছিলেন যে, জন আব্রাহাম একটি প্রজেক্ট থেকে ক্যাটরিনাকে সরিয়ে দিয়ে নিজে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে একই রকম পরিস্থিতি সামনে এলেও তিনি ক্যাটরিনাকে পরামর্শ দিয়েছিলেন যেন জনকে তিনি সরিয়ে না দেন।
তবে এর বাইরেও সালমানের উপর অভিযোগ আছে যে তিনি নির্দিষ্ট কিছু তারকাদের ছবিতে না নেওয়ার জন্য প্রযোজকদের মন্ত্রণা দেন। এরকম অভিযোগের ভিত্তিতে এর আগেও 'আপ কি আদালত'-এ তা অস্বীকার করেছিলেন 'ভাইজান'।
বলিউড তারকা বিবেক ওবেরয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছে সালমানের। গায়ক অরিজিৎ সিং এর সঙ্গেও তাই। অরিজিৎ সিং একবার ফেসবুক পোস্টেই লিখেছিলেন যে, তার কোনো একটি আচরণে সালমান অপমানিত বোধ করেছিলেন, কিন্তু তিনি ক্ষমা চাইলেও সালমান তা গ্রহণ করেননি।