মায়ামিতে ফর্মুলা ওয়ানের ইভেন্টে একসঙ্গে ক্যামেরাবন্দী টম ক্রুজ ও শাকিরা
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2023/05/10/shakira-tom-cruise-050823-1-768874471f844bf99d4f048ac70ffc58_1.jpg)
এক দশকেরও বেশি সময়ের সম্পর্কে চিড় ধরেছে গত বছরেই। ২০২২ সালের মাঝামাঝি নাগাদ বিচ্ছেদ ঘোষণা করেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল তারকা জেরার্ড পিকে। বিচ্ছেদের পর বেশ কিছুদিন চলে কাদা ছোড়াছুড়ি, যদিও তা শাকিরার পক্ষ থেকেই ছিল বেশি। তবে এবার অতীতের তিক্ততা ঝেড়ে ফেলে ঘুরে দাঁড়িয়েছেন শাকিরা। একদিন আগেই তাকে হলিউড অভিনেতা টম ক্রুজের সঙ্গে মায়ামি ফর্মুলা ওয়ান গ্রাঁ প্রি'তে দেখা গেছে। খবর পিপল ম্যাগাজিনের।
মায়ামির ইভেন্টে 'টপ গান: ম্যাভেরিক' তারকার সঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন কলম্বিয়ান গায়িকা। ৪৬ বছর বয়সী শাকিরা এদিন পরেছিলেন সবুজ রঙের কাটআউট করসেট টপ এবং একটু বড় সাইজের সানগ্লাস। অন্যদিকে, ৬০ বছর বয়সী টম ক্রুজ হাজির হয়েছিলেন ক্যাজুয়াল বেশে, সাদা পোলো শার্ট পরে।
ইভেন্টে এসে 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস' অভিনেতা ভিন ডিজেল এবং লুডাক্রিসের সঙ্গেও ছবির জন্য পোজ দিয়েছেন টম ক্রুজ।
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2023/05/10/shakira-tom-cruise-050823-3-de5afe11958941aa859ce3e1ab338f1a_0.jpg)
শাকিরা বিলবোর্ডের লাতিন উইমেন ইন মিউজিক গালাতে 'ওম্যান অব দ্য ইয়ার' অ্যাওয়ার্ড জেতার একদিন পরেই মায়ামিতে ফর্মুলা ওয়ানের ইভেন্টে দেখা গেল শাকিরাকে। অ্যাওয়ার্ড গ্রহণের পর শাকিরার বক্তব্যের মধ্যেও পিকের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি তুলে ধরেছেন শাকিরা।
তিনি বলেন, "এই বছর আমার জীবনে সবচেয়ে বড় পরিবর্তনের বছর- এই সময়টায় আমি নিজে খুব ভালোভাবে উপলব্ধি করেছি যে একজন নারী হওয়ার মানে কী। এটা এমন একটা সময় ছিল যখন আমি বুঝতে পেরেছি যে আমরা যতটুকু ভাবি, নারীরা তার চেয়েও বেশি শক্তিশালী ও সাহসী। আমাদের যতটুকু শেখানো হয়, আমরা তার চেয়েও বেশি স্বাধীন।"
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2023/05/10/shakira-tom-cruise-050823-2-e9b646d425cb4a5f8334485d2152b20d.jpg)
শাকিরা আরও যোগ করেন, "প্রতিতা নারীর জীবনে এমন একটা সময় আসে যখন সে ভালোবাসার জন্য অন্য কারো উপর নির্ভর করে থাকে না, নিজে যেমন তেমনটাই নিজেকে গ্রহণ করে নেয়। এটা এমন একতা সময় যখন অন্য কাউকে খোঁজার বদলে আমরা নিজেরা নিজেদেরকেই খুঁজে ফিরি। তখন 'নিখুঁত' হবার বদলে আমরা নিজের প্রকৃত রূপ ফুটিয়ে তুলতে চাই।"
অন্যদিকে, 'টপ গান: ম্যাভেরিক' ছবিতে অভিনয়ের জন্য রোববার রাতে ২০২৩ এমটিভি অ্যাওয়ার্ড জিতেছেন টম ক্রুজ। একটি ফ্লাইটার জেটে থাকাবস্থায় তিনি ভক্তদের ধন্যবাদ জানান তাকে ভোট দেওয়ার জন্য।
ফর্মুলা ওয়ান গ্রাঁ প্রি'তে অনেকটা সময়ই নিজেদের মধ্যে কথাবার্তা বলে কাটিয়েছেন ক্রুজ ও শাকিরা। দুই তারকাকে একসঙ্গে দেখে অবশ্য কৌতূহল জেগেছে ভক্তদের মনে। এটা কি নিছকই বন্ধুত্ব নাকি তার চেয়েও বেশি কিছু, সেই জল্পনা-কল্পনা চলছে।