ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন জয়শঙ্কর
ষষ্ঠ ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
আজ বৃহস্পতিবার (১১ মে) বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা উপস্থিত ছিলেন।
শাহরিয়ার এক টুইটে জানান, 'ড. এস জয়শঙ্করকে স্বাগত জানাতে পেরে সবসময়ই আমি আনন্দিত, তিনি সর্বদা ভারত মহাসাগরীয় সম্মেলনকে সমর্থন দিয়েছেন।'
নিজের আগমনের খবর দিয়ে এক টুইটে জয়শঙ্কর বলেন, "ঢাকায় পৌঁছেছি। উষ্ণ অভ্যর্থনার জন্য বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে ধন্যবাদ।
"ভারত মহাসাগরীয় সম্মেলনে সারা বিশ্ব থেকে আগত সহকর্মী ও বন্ধুদের সাথে সাক্ষাৎ করার জন্য উন্মুখ।"
বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিভুক্ত গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়া ফাউন্ডেশনের আয়োজনে আগামীকাল শুক্রবার (১২ মে) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হবে দু'দিনব্যাপী ভারত মহাসাগরীয় সম্মেলন।
সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।