টুইটারের নতুন সিইও খুঁজে পেয়েছেন, জানালেন মাস্ক
ইলন মাস্ক বলেছেন, টুইটারের নেতৃত্ব দেওয়ার জন্য তিনি নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খুঁজে পেয়েছেন। খবর বিবিসির।
গত বছর ৪৪ বিলিয়ন ডলারে কেনা এই সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মেই তিনি ঘোষণাটি দিয়েছেন।
মাস্ক অবশ্য টুইটারের নতুন সিইওর নাম ঘোষণা করেননি। তবে জানিয়েছেন, প্ল্যাটফর্মটির নতুন প্রধান নির্বাহী একজন 'নারী'। তিনি ছয় সপ্তাহের মধ্যেই কাজ শুরু করবেন।
নতুন সিইও যোগ দেওয়ার পর মাস্ক টুইটারের নির্বাহী চেয়ারম্যান ও প্রধান প্রযুক্তি কর্মকর্তার দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন।
অন্যান্য ব্যবসায় মনোযোগ দেওয়ার জন্য অন্য কাউকে টুইটারের সিইওর দায়িত্ব দেওয়ার জন্য মাস্ক চাপে রয়েছেন।
গত বছর টুইটার ব্যবহারকারীরা এক অনলাইন জরিপে ভোট দিয়ে মাস্ককে সিইওর দায়িত্ব ছেড়ে দেওয়ার পক্ষে রায় দিয়েছেন।
মাস্ক পরে দায়িত্ব হস্তান্তরের ঘোষণা দিলেও সেটি কখন, কীভাবে করা হবে, তার কিছুই স্পষ্ট করেননি।
মাস্কের দায়িত্ব ছাড়ার ওই ঘোষণার পর টেসলার শেয়ারদর বেড়ে যায়।
নতুন সিইওর নাম না জানালেও মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুসারে, আলোচনায় উঠে এসেছে লিন্ডা ইয়াকারিনোর নাম। ধারণা করা হচ্ছে, তাকেই টুইটারের সিইও নিয়োগ দিয়েছেন মার্কিন ধনকুবের।
এনবিসি-ইউনিভার্সালের প্রধান বিজ্ঞাপন বিপণন নির্বাহী হিসেবে কর্মরত আছেন লিন্ডা ইয়াকারিনো। নিয়োগপ্রক্রিয়া সম্পর্কে অবগত ব্যক্তিদের উদ্ধৃত করে এ খবর জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ও ভ্যারাইটি।
টুইটার ছাড়াও মাস্কের অন্য ব্যবসা আছে। বৈদ্যুতিক গাড়ি নির্মাণ কোম্পানি টেসলার মালিক তিনি। এছাড়া মহাকাশযানেও বিরাট বিনিয়োগ আছে তার। টুইটারের সিইও হিসেবে কাজ করার কারণে ওই ব্যবসাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছিল বলে বিশেষজ্ঞদের একাংশের ধারণা। সে কারণেই তিনি সিইও পদ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন বলে দাবি তাদের।
মাস্ক টুইটার কিনে নেওয়ার পর থেকেই বিতর্ক শুরু হয়। তিনি এসেই পুরনো কর্মীদের একটি বড় অংশকে ছাঁটাই করেন।