পেঁয়াজের দাম বেড়ে কেজিপ্রতি ৭০ টাকা
গত একমাসে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে পেঁয়াজের দাম কেজিতে ৩০ থেকে ৩৫ টাকা পর্যন্ত বেড়েছে।
রাজধানীর মগবাজার ও কারওয়ান বাজারে শুক্রবার (১২ মে) প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০ থেকে ৭৫ টাকা দরে। যা এক মাস আগেও ছিল মাত্র ৩৫ থেকে ৪০ টাকা।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, এক মাসের ব্যবধানে প্রতিকেজি দেশি পেঁয়াজের দাম ৬৬ শতাংশ বেড়ে ৬০-৬৫ টাকা এবং রসুনের দাম ৭৬ শতাংশ বেড়ে ১৪০-১৬০ টাকায় পৌঁছেছে।
কারওয়ান বাজারের ব্যবসায়ী মোহাম্মদ বাদশা বলেন, "ঈদের আগে ৪০ টাকা কেজি পেঁয়াজ বিক্রি করতাম, এখন বিক্রি করছি ৭০ টাকায়। পাইকারি কিনতে হচ্ছে ৬৫ টাকা কেজি।"
বৃহস্পতিবার (১১ মে) বাজারে পেঁয়াজের দাম বাড়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, দাম যদি এভাবে বাড়তে থাকে তাহলে ভারত থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ নেওয়া হবে।
মোহাম্মদ বাদশা বলেন, "দেশি রসুন বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৪০ টাকায়; যা এক মাস আগেও ছিল ১০০ টাকা কেজি।"
ক্রেতা মিজানুর রহমান বলেন, "আমি হাতিরপুল থেকে কারওয়ান বাজারে এসেছি; এখানে দামও বেশি। ৬০ টাকার নিচে কোনো সবজি নেই। পেঁয়াজ ৭০ টাকায় বিক্রি হচ্ছে।"
"আমাদের আয় বাড়ছে না, কিন্তু দাম ঠিকই বাড়ছে। এখন বাজার করতেও টাকা ধার করতে হচ্ছে।"
তিনি আরও বলেন, "কারওয়ান বাজারে সবজির দাম তুলনামূলক কম। আমার এলাকায় প্রতি কেজি ৮০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যায় না।"
লাগামহীন সবজির বাজার
ঈদের ছুটির পর থেকেই বাড়তে থাকে সব ধরনের সবজির দাম। বর্তমানে টমাটো ও আলু ছাড়া কোনো সবজি ৬০ টাকার নিচে নেই।
মগবাজারের বউ বাজারের সবজি বিক্রেতা সানজিদা খানম বলেন, এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে। করলা ৭০, পোটল ৭০, বেগুনও ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
তিনি বলেন, "দাম বেশি হওয়ায় এখন বিক্রিও কমে গেছে প্রায় অর্ধেক। আগে যারা দুই কেজি সবজি কিনতেন, তারা এখন এক কেজি কিনছেন; যারা এক কেজি কিনতেন তারা কিনছেন আধা কেজি।"
বউ বাজারে আরেক বিক্রেতা মোহম্মদ হাদিউল দাম বেশি থাকায় এখন সবজি বিক্রি না করে আম বিক্রি করছেন। তিনি বলেন, "গতকালও কিছু সবজি এনে বিক্রি করেছি। এখন সবজির দাম বেশি, তাই বিক্রি করে তেমন লাভ হয় না।"
কারওয়ান বাজারের ব্যবসায়ী মোহম্মদ মতিন জানান, খরা থাকায় সবজির সরবরাহ কম তাই দাম বেশি চাইছে পাকারি বিক্রেতারা।
সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচ কেজিতে ৪০ থেকে ৬০ টাকা বেড়ে ১৬০-১৮০ টাকা এবং পেঁপে কেজিতে ১০ টাকা বেড়ে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। আলুর কেজি বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকা, আর টমেটো ৪০-৫০ টাকা।
ভ্যান চালক মোহম্মদ সহিদ বলেন, "এখন যেই আয় তাতে সংসারের খরচ চালাতে অনেক কষ্ট হয়। পঁচা নষ্ট সবজি যেখানে ভাগদিয়ে বিক্রি হয়, সেখান থেকে করলা আর বেগুন কিনেছি ৬০ টাকা দিয়ে। দাম বাড়ায় মুরগিতো কেনাই হয় না। সবজি ডাল দিয়ে ভাত খেতাম, এখন সবজির দামও বাড়ছে।"
এদিকে, বাজারে ব্রয়লার মুরগি প্রতিকেজি ২২০ থেকে ২৩০ টাকা, গরুর মাংস ৭৫০ এবং খাসির মাংস বিক্রি হচ্ছে ১,১০০ টাকায়।