করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকা করার সুপারিশ সিপিডির
আয়কর দাতাদের আয়ের ওপর আগামী অর্থবছরে মাথাপিছু সাড়ে ৩ লাখ টাকা পর্যন্ত করমুক্ত রাখার প্রস্তাব দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ- সিপিডি। দেশের সামষ্টিক অর্থনীতিতে কোভিড-১৯ এর নেতিবাচক প্রভাবের কথা বিবেচনা করে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআরের প্রতি এই পরামর্শ দেন সিপিডি বিশেষজ্ঞরা।
আজ শনিবার আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেট নিয়ে সিপিডির নিজস্ব পর্যবেক্ষণ তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রস্তাব উপস্থাপন করা হয়। সংস্থাটির নিবার্হী পরিচালক ড. ফাহমিদা খাতুন এসব সুপারিশ তুলে ধরেন।
সিপিডি জানায়, 'করমুক্ত আয়ের সীমা আড়াই লাখ থেকে বাড়িয়ে সাড়ে তিন লাখ টাকা করার বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ডের বিবেচনা করে দেখা উচিত। এছাড়াও , ১০, ১৫ এবং ২০ শতাংশের প্রথম তিন পর্যায়ের আয়কর আদায়ের পরিমাণ কমিয়ে তা যথাক্রমে; ৫, ১০ এবং ১৫ শতাংশে নামিয়ে আনতে হবে। দেশের অর্থনীতিতে কিছুটা চাঙ্গাভাব ফিরে আসার আগপর্যন্ত অন্তত আগামী দুই অর্থবছর ব্যাপী এই কর-কাঠামো সচল রাখা দরকার।'
সিপিডির প্রধান কার্যালয় থেকে সরাসরি সম্প্রচারিত এই ভার্চুয়াল সংবাদ সম্মেলন চলাকালে দেশের স্বাস্থ্যখাতে আগামী বাজেটে বরাদ্দের পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাবও দেওয়া হয়।
এর বাইরে প্রধান্য দেওয়া হয়েছে দেশের কৃষিখাতে বিশেষ বরাদ্দ দেওয়ার বিষয়টিকে।