নির্বাচনে সরকারকে নিয়ন্ত্রণে আইন প্রয়োগ করব: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, কোনো দলের দিকে তাকানো তাদের দায়িত্ব নয়, নির্বাচনে সরকারকে নিয়ন্ত্রণের জন্য যে আইন রয়েছে তা প্রয়োগ করা হবে।
গতকাল নির্বাচন ভবনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এমন মন্তব্য করেন।
দলগুলোকে নির্বাচন অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করে তোলার আহ্বান জানিয়ে সিইসি বলেন, "আমাদের যে দায়িত্ব থাকবে, কোনো দলের দিকে তাকানো নয়, ভোটাররা নির্ভয়ে, উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন কিনা…নির্বাচনে আমরা রাজনৈতিক সরকার ও আমলাতান্ত্রিক সরকারকে নিয়ন্ত্রণ আইনে আমাদের যে ক্ষমতা দেওয়া হয়েছে, সেটি প্রয়োগের চেষ্টা করব।"
রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সরকারের ব্যখ্যা দিতে গিয়ে তিনি বলেন, "আমলাতান্ত্রিক সরকার বলতে বোঝাচ্ছি মন্ত্রিপরিষদ সচিব থেকে সহকারী সচিব পর্যন্ত এবং রাজনৈতিক সরকার বলতে উপমন্ত্রী থেকে উপর পর্যন্ত, দুটো মিলেই কিন্তু পরিপূর্ণ সরকার।"
হাবিবুল আউয়াল বলেন, "নির্বাচনে আমাদের সবাইকে সহায়তা করতে হবে। সরকারের সদিচ্ছার কথা বলেছি। সরকারের সদিচ্ছা অতিশয় গুরুত্বপূর্ণ। কারণ রাজনৈতিক সরকারের নিয়ন্ত্রণেই থাকবে কিন্তু অনেকটা। দীর্ঘদিনের যে আমলাতান্ত্রিক সরকার অর্থাৎ ডিসি, এসপি, বিডিআর...আমরা বারবার একটা অভিযোগ শুনেছি যে পুলিশের একটা ভূমিকা থাকে নেতিবাচক। এটা পুলিশের জন্য নয়, স্থানীয়ভাবেই হয়তো পুলিশকে পক্ষাশ্রিত করার চেষ্টা হয়ে থাকে প্রার্থীদের পক্ষ থেকে। পুলিশের হাতে অস্ত্র থাকে, শক্তি থাকে, ইউনিফরম থাকে, সেই দিকটাও আমরা দেখব।"
তিনি বলেন, "আমরা যে নির্বাচনগুলো করেছি, সেগুলো মোটামুটি তুলনামূলক সুশৃঙ্খলভাবে হয়েছে। আমি বলব না যে পুরোপুরি হয়েছে। সেক্ষেত্রে কিন্ত আমরা সরকার, পুলিশ এবং প্রশাসনের আন্তরিক সহযোগিতা পেয়েছি। কখনো অসহযোগিতা পাইনি। আশা করি, জাতীয় নির্বাচনেও তারা এই ভূমিকা পালন করে যাবেন।"