জ্বালানি তেলের দাম লিটারে ৫ থেকে ৭ টাকা কমানোর পরামর্শ সিপিডি’র
জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ৫ থেকে ৭ টাকা কমাতে সরকারকে পরামর্শ দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান - সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
আজ শনিবার 'বাংলাদেশ অর্থনীতি ২০২২-২৩: তৃতীয় অন্তর্বর্তীকালীন পর্যালোচনা' শিরোনামে পর্যালোচনায় এ পরামর্শ দেন সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌহিদুল ইসলাম খান।
এসময় তিনি বলেন, জ্বালানি তেলের দাম কমালে বিদ্যুতের দামও কমবে, যেখাতে বাজেট থেকে ভর্তুকি দেওয়া হচ্ছে। একক বাজার ব্যবস্থায় অদক্ষতার বিষয়টি উল্লেখ করে তিনি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-র প্রতিযোগিতামূলক দামে জ্বালানি সরবরাহের বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তুতকালে সামষ্টিক অর্থনীতির প্রধান সূচকগুলোর বিষয়ে অবাস্তব লক্ষ্যমাত্রা নির্ধারণের মতো কিছু ভুল করা হয়েছে। আসন্ন বাজেটে এর পুনরাবৃত্তি যেন নাহয়, সেবিষয়ে সতর্ক থাকতে বলেছে সিপিডি।
আগামী ৩০ জুন শেষ হচ্ছে চলতি অর্থবছর, তার আগে এটি ছিল সিপিডির তৃতীয় বাজেট পর্যালোচনা। সিপিডির মতে, বাংলাদেশের অর্থনীতি বেশ কঠিন কিছু সমস্যার মুখোমুখি রয়েছে।
সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, 'আমরা দেখছি যে, আমাদের যে অর্থনীতি বর্তমানে এগোচ্ছে, সেখানে অনেক ধরনের চ্যালেঞ্জ প্রতিভাত হচ্ছে। এখন যে গতিধারাটা আমরা দেখছি, বাংলাদেশের অর্থনীতি বেশ কঠিন কিছু সমস্যার মুখোমুখি হয়েছে। একটি হচ্ছে বাহ্যিক, আরেকটি হচ্ছে অন্তর্নিহিত বা ভেতরের।
'বর্তমান পরিস্থিতি এবং আসন্ন বাজেটের আলোকে নিঃসন্দেহে বলা যায়, নীতিনির্ধারকদের প্রধান কাজ হবে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা' - যোগ করেন তিনি।
গবেষণা প্রতিষ্ঠানটি গুরুত্ব দিয়ে বলেছে, আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে সামষ্টিক অর্থনীতি ও রাজস্ব কাঠামোর লক্ষ্যমাত্রা নির্ধারণে বর্তমান বাস্তবতার প্রতিফলন থাকতে হবে।