২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশে' মাথাপিছু আয়ের লক্ষ্যমাত্রা কমপক্ষে ১২,৫০০ মার্কিন ডলার
২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় 'স্মার্ট বাংলাদেশ' পরিকল্পনার আওতায় ২০৪১ সালের মধ্যে মাথাপিছু আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কমপক্ষে ১২,৫০০ মার্কিন ডলার।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, "আমাদের 'স্মার্ট বাংলাদেশে' মাথাপিছু আয় হবে কমপক্ষে ১২ হাজার ৫০০ মার্কিন ডলার; দারিদ্র্যসীমার নিচে থাকবে ৩ শতাংশের কম মানুষ আর চরম দারিদ্র্য নেমে আসবে শূন্যের কোঠায়; মূল্যস্ফীতি সীমিত থাকবে ৪-৫ শতাংশের মধ্যে; বাজেট ঘাটতি থাকবে জিডিপির ৫ শতাংশের নিচে; রাজস্ব- জিডিপি অনুপাত হবে ২০ শতাংশের ওপরে; বিনিয়োগ হবে জিডিপির ৪০ শতাংশ।"
"শতভাগ ডিজিটাল অর্থনীতি আর বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক স্বাক্ষরতা অর্জিত হবে। সকলের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে যাবে। স্বয়ংক্রিয় যোগাযোগ ব্যবস্থা, টেকসই নগরায়নসহ নাগরিকদের প্রয়োজনীয় সকল সেবা থাকবে হাতের নাগালে। তৈরি হবে পেপারলেস ও ক্যাশলেস সোসাইটি", বলেন অর্থমন্ত্রী।
তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা।
বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭,৬১,৭৮৫ কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি অর্থমন্ত্রী হিসেবে তার পঞ্চম এবং বাংলাদেশ সরকারের ৫২তম জাতীয় বাজেট।
এবারের বাজেটই বাংলাদেশের সবচেয়ে বড় বাজেট। ১৯৭২-৭৩ অর্থবছরের জন্য তাজউদ্দীন আহমেদ প্রথম ৭৮৬ কোটি টাকার উত্থাপন করেছিলেন।