সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে কমলো ৩৫-৪৫ টাকা
ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় পেঁয়াজের পাইকারি দাম কমেছে কেজিতে ৩৫ থেকে ৪৫ টাকা।
শুক্রবার রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার শ্যামবাজারে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম কেজিপ্রতি কমেছে ৪০ থেকে ৪৫ টাকা পর্যন্ত।
শ্যামবাজার পেঁয়াজ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মাজেদ টিবিএসকে বলেন, 'এক সপ্তাহ আগে আমরা পাইকারিতে দেশি পেঁয়াজ বিক্রি করেছি ৯০ টাকা দরে। ৬ জুন থেকে ভারতীয় পেঁয়াজ চলে আসায় দাম কমতে থাকে। এখন ভারতীয় পেঁয়াজ পাইকারিতে বিক্রি করেছি ৩৫-৪০ টাকা দরে। আর দেশি পেঁয়াজ ৪৫-৫০ টাকা।'
তবে খুচরা বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, দাম এখনো সেভাবে কমেনি।
খুচরা দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭০ থেকে ৮৫ টাকা।
রামপুরা বাজারে খুচরা পর্যায়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৭০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকায়।
মাটিকাটা ইসিবি চত্বরে ৮০ টাকা আর কল্যাণপুর মুদি দোকানে ৮৫ টাকা কেজিতে দেশি পেঁয়াজ বিক্রি করতে দেখা যায় খুচরা বিক্রেতাদের।