কম্বোডিয়ায় সাফের প্রস্তুতি ম্যাচ জিতল বাংলাদেশ
২০২৩ সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ হিসেবে কম্বোডিয়ায় ম্যাচ খেলতে গিয়েছে বাংলাদেশ জাতীয় দল। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টে এবার সেমি-ফাইনালে খেলার লক্ষ্য জামাল-সোহেলদের।
২১ জুন ভারতের ব্যাঙ্গালুরুতে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপের চতুর্দশ আসর। গত ১৩ আসরের মধ্যে ২০০৩ সালে প্রথম এবং সর্বশেষ বার দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট জিতেছিল বাংলাদেশ।
আসছে সাফ চ্যাম্পিয়নশিপের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিতে কম্বোডিয়া সফরে গিয়েছে বাংলাদেশ। আগামী ১৫ জুন স্বাগতিকদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচও খেলবে হাভিয়ের কাবরেরার দল।
এর আগে আজ কম্বোডিয়ান প্রিমিয়ার লিগের দল টিফফি আর্মির বিপক্ষে সোমবার ১-০ গোলে জিতেছে বাংলাদেশ। ১২ মিনিটে প্লেসিং শটে গোলটি করেন সোহেল।
বাকিটা সময় এই গোল ধরে রেখে প্রস্তুতি ম্যাচে জয় পেল বাংলাদেশ। কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আত্মবিশ্বাসও সঞ্চয় করে নিলেন জামাল-জিকোরা।
সাফ চ্যাম্পিয়নশিপে এবার 'বি' গ্রুপে আছে বাংলাদেশ। গ্রুপের বাকি তিন দল লেবানন, মালদ্বীপ ও ভুটান। ২২ জুন লেবাননের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে কারবেরার দলের। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ যথাক্রমে মালদ্বীপ ও ভুটান।