দাঁতের ব্যথায় বাইডেনের গুরুত্বপূর্ণ বৈঠক বাতিল
দাঁতের ব্যথায় ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ কারণে সোমবার (১২ জুন) সামরিক জোট ন্যাটোর প্রধানের সঙ্গে বৈঠকও বাদ দিয়েছেন তিনি। হোয়াইট হাউস জানিয়েছে, যতদিন দ্বিতীয় রুট ক্যানেলের প্রক্রিয়া চলবে, ততদিন বাইরের কোনো অনুষ্ঠানে যোগ দেবেন না প্রেসিডেন্ট।
গণমাধ্যমে বাইডেনের চিকিৎসক কেভিন ও'কনরের দেওয়া বিবৃতি অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট রবিবার দাঁত ব্যথার কথা জানান। এরপর ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টার থেকে একদল চিকিৎসক এসে তার এক্স-রে ও রুট ক্যানেল করে।
কেভিন বলেন, প্রেসিডেন্ট ভালোভাবে রুট ক্যানেল প্রক্রিয়া সহ্য করেন। কোনো জটিলতা তৈরি হয়নি।
বাইডেনের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে বলেন, প্রেসিডেন্ট ভালো আছেন এবং বিকেল থেকে তার বাসভবনে কাজ করছেন।
৮০ বছর বয়সী বাইডেন সোমবার আরো ব্যাথা অনুভব করেন বলে জানা যায়। তাকে লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছে। অসুস্থ হলেও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের হাতে নির্বাহী ক্ষমতা হস্তান্তর করেননি বাইডেন।
নিউইয়র্ক ইউনিভার্সিটির কলেজ অব ডেন্টিস্ট্রির এন্ডোডন্টিক্স প্রধান অ্যাসগির সিগার্ডসন বলেন, বিশেষ করে বয়স্কদের সংক্রমিত দাঁতের চিকিৎসায় রুট ক্যানেল একটি সাধারণ পদ্ধতি। লাখ লাখ মানুষ এই রোগের চিকিৎসার মধ্য দিয়ে যান এবং এর সফলতাও প্রায় শতভাগ।
সিগার্ডসন বলেন, ক্ষতিগ্রস্ত দাঁতের টিস্যু অপসারণ করতে এবং সমস্যাটি সম্পূর্ণরূপে সমাধান করতে কখনও কখনও কয়েকবার চিকিৎসকের দ্বারস্থ হওয়া লাগতে পারে। প্রক্রিয়া চলাকালীন ব্যথা বন্ধের জন্য লোকাল অ্যানেস্থেসিয়া ব্যবহার হয়। এতে কয়েক ঘণ্টা কথা বলায় সমস্যা হতে পারে।
তিনি আরও বলেন, সঠিক চিকিৎসায় কোনো জটিলতা ছাড়াই ব্যথা নিরাময় সম্ভব।
বাইডেন এর আগে ১৯৯০ সালে প্রথমবার রুট ক্যানেল করান। সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে মার্কিন প্রেসিডেন্ট হওয়া ব্যক্তি বাইডেন। দ্বিতীয় দফায় নির্বাচনে ইচ্ছুক বাইডেনের বয়স ও স্বাস্থ্যের দিকে ভোটারদের নজর তাই অনেক বেশি।