সেমি-ফাইনালে ওঠায় জাতীয় দলকে ৫০ লাখ টাকা বোনাস বাফুফের
টুর্নামেন্টের আগেই সেমি-ফাইনালে খেলার লক্ষ্য ছিলো বাংলাদেশের। গ্রুপের তিনটি দলই ছিলো নিজেদের থেকে র্যাংকিংয়ে এগিয়ে। তবুও আত্মবিশ্বাসী ছিলো বাংলাদেশ।
সেই প্রাথমিক লক্ষ্য পূরণ হয়েছে হাভিয়ের কাবরেরার দলের। শক্তিশালী লেবাননের সঙ্গে লড়াই করেও হারার পর পিছিয়ে পরে পরপর দুই ম্যাচ জিতেছে লাল-সবুজের দল। আর সেমি-ফাইনাল নিশ্চিত করায় মিলছে বাফুফের দেওয়া বোনাসও।
সাফের সেমি-ফাইনালে ১৪ বছর পর উঠেছে বাংলাদেশ। সেই অর্জনকে মহিমান্বিত করতেই বাফুফে জাতীয় দলকে দিচ্ছে ৫০ লাখ টাকা বোনাস। তবে এই বোনাসের কথা নাকি ভুটান ম্যাচের আগেই বলেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। সেমি-ফাইনালে উঠলে দলকে অর্থ বোনাস দেওয়ার কথা বলেছিলেন তিনি, সেই কথা রাখছেন বাফুফে সভাপতি।
ফাইনালে উঠতে না পারলে অবশ্য হতাশা থাকবে না বাংলাদেশের। সেমিফাইনালে উঠেই যে নিজেদের সফল ভাবছেন জামাল-তপুরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও এই অর্জনেই খুশি। কত টাকা পুরস্কার দেবেন বাফুফে সভাপতি, তা জানিয়েছেন বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান। তিনি জানান, 'সভাপতি ভুটান ম্যাচের আগেই বলেছেন, ৫০ লাখ টাকা দেবেন যদি সেমিফাইনালে ওঠে বাংলাদেশ।'
জানা গেছে, ফাইনালে উঠলেও বাফুফের পক্ষ থেকে পুরস্কার থাকছে। টাকার অঙ্কটা হতে পারে ৫০ লাখ।