সন্তান থাকা কর্মীদের ১৩৮ মিলিয়ন ডলার বোনাস দেবে চীনা ট্রাভেল কোম্পানি!
সন্তান নিতে উৎসাহিত করতে চীনে বিখ্যাত অনালাইন ট্রাভেল এজেন্সি ট্রিপ ডট কম কর্মীদের জন্য বোনাসের ঘোষণা দিয়েছে। নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠানটির মোট ৩২ হাজার কর্মীদের এ সংক্রান্ত প্রায় ১৩৮ মিলিয়ন মার্কিন ডলার বোনাস প্রদান করা হবে।
ট্রিপ ডট কম এ কমপক্ষে তিন বছর ধরে চাকরি করা কর্মীরা জন্ম নেওয়া প্রতিটি সন্তানের জন্য বছরে ১৩৭৬ ডলারের বোনাস লাভ করবে। সন্তানের বয়স পাঁচ বছর হওয়া পর্যন্ত এ সুবিধাটি দেওয়া হবে।
আজ (শনিবার) থেকে ট্রিপ ডট কম এর পক্ষ থেকে নতুন এ পলিসিটি কার্যকর করা হয়েছে। এ সম্পর্কে প্রতিষ্ঠানটি গতকাল (শুক্রবার) একটি বিবৃতিও প্রকাশ করে।
বিবৃতিতে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান জেমস লিয়াং বলেন, "নতুন 'চাইল্ড কেয়ার বেনিফিট' এর অধীনে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে আমরা লক্ষ্য রাখতে চাই যে, কর্মীরা যাতে তাদের পেশার সাথে আপোস না করে বরং সংসার শুরু করতে কিংবা বড় করতে উত্সাহিত হয়।"
গত বছর চীনের ৬০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো জনসংখ্যা বৃদ্ধির হারে ঋণাত্মক প্রবণতা দেখা যায়। বছরটিতে প্রতি হাজারে গড়ে মাত্র ৬.৭৭ টি শিশু জন্মগ্রহণ করেছে; যা ১৯৪৯ সালে সমাজতান্ত্রিক চীন গঠনের পর সর্বনিন্ম।
জাতিসংঘের হিসেব মতে, বর্তমানে জনসংখ্যার দিক থেকে চীনের অবস্থান দ্বিতীয়। চীনকে টপকিয়ে এক নম্বর অবস্থানে রয়েছে ভারত।
২০১৫ সালে অবশ্য চীন কয়েক দশক ধরে চলা 'এক সন্তান' নীতি থেকে সরে এসেছে। এখন একের অধিক সন্তান নেওয়ার সুযোগ থাকলেও ২০১৬ সাল থেকে দেশটিতে জন্ম হারের সংখ্যা কেবলই কমছে।
এমতবস্থায় বিষয়টির নেতিবাচক প্রভাব উপলব্ধি করতে পেরে চীনের পলিসিমেকারদের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। কেননা জন্ম হার কমতে থাকলে তা দেশটির ক্রমবর্ধমান বিশাল আকারের অর্থনীতির জন্য হুমকির কারণ হতে পারে।
এমতবস্থায় ট্রিপ ডট কমের পক্ষে থেকে জেন্ডার, কর্মক্ষেত্রের স্থান কিংবা পদ বিবেচনায় না এনে সকলের জন্যই সন্তান গ্রহণে বোনাস প্রদানের নতুন এ নীতি গ্রহণ করা হয়েছে।
এ সম্পর্কে বিবৃতিতে কোম্পানিটির নির্বাহী চেয়ারম্যান লিয়াং বলেন, "আমি সবসময় পরামর্শ দিয়েছি যে, সরকার যাতে সন্তানসহ পরিবারগুলোকে অর্থ প্রদান করে। এতে করে সন্তান লালন-পালনের করতে পরিবারের ওপর চাপ কমবে। ফলে তারা একাধিক সন্তান নেওয়ার ইচ্ছা পোষণ করবেন।"
প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান জেমস ইয়াং মনে করেন, সন্তান গ্রহণের অনুকূল পরিবেশ তৈরি করতে প্রতিষ্ঠানগুলোও তাদের নিজস্ব সক্ষমতার মধ্যে কার্যকরী ভূমিকা পালন করতে পারে।
তবে ট্রিপ ডট কমই প্রথম নয়, সন্তান গ্রহণে বোনাস প্রদানের রীতি এর আগেই আরও বেশ কয়েকটি ছোট চীনা কোম্পানি চালু করেছিল। মূলত দেশটিতে চলমান জনসংখ্যাগত সংকট মোকাবেলায় সহযোগী হিসেবে এ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
গত বছর 'বেইজিং ডাবেইনং টেকনোলজি' নামের চীনের একটি কৃষিভিত্তিক কোম্পানি ঘোষণা দেয় যে, প্রতিষ্ঠানটির কর্মীরা তৃতীয় সন্তান গ্রহণ করলে ১২,৩৯১ ডলার বোনাস প্রদান করা হবে। একইসাথে কোম্পানিটি প্রথম সন্তান গ্রহণের ক্ষেত্রে ৪,১৩০ ডলার ও দ্বিতীয় সন্তান গ্রহণের ক্ষেত্রে ৮,২৬০ ডলারের বোনাস প্রদানের ঘোষণা দেয়।
অন্যদিকে গত মাসে 'কিয়াওইন সিটি ম্যানেজমেন্ট' নামের একটি স্যানিটেশন সার্ভিস ফার্ম তৃতীয় সন্তান গ্রহণের ক্ষেত্রে ১৩,৭৫৯ ডলার বোনাস প্রদানের ঘোষণা দেয়।
তবে শুধু জন্মহার কমে যাওয়াই নয়, বরং বিয়ের হার কমাও চীন সরকারের জন্য আরেক শঙ্কার কারণ।
চীন সরকারের জরিপ অনুযায়ী, ২০২২ সালের মাত্র ৬.৮৩ মিলিয়ন দম্পতি বিয়ে করেছে; যা ১৯৮৬ থেকে প্রকাশ করা এ জরিপটির মধ্য সর্বনিন্ম হার। অথচ ২০২১ সালের বিয়ে করা দম্পতির সংখ্যা ছিল ৭.৬৩ মিলিয়ন।