প্রতিবন্ধীদের জন্য বগুড়ায় র্যাবের ঈদ উপহার বিতরণ
নিজস্ব ব্যবস্থাপনায় বগুড়ার বিভিন্ন এলাকার ৫০ জন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষকে নতুন কাপড়সহ ঈদ সামগ্রী দিয়েছেন র্যাব-১২ এর সদস্যরা। তাদের মধ্যে ২৩ জন নারী ও ২৭ জন পুরুষ প্রতিবন্ধী।
রোববার সকালে দৃষ্টি, শ্রবণ ও শারীরিক- মানসিক বিশেষ চাহিদাসম্পন্ন এই মানুষদের মাঝে নতুন কাপড়সহ নানা ধরনের উপহার দেন র্যাব-১২ অধিনায়ক লে: কর্নেল খায়রুল ইসলাম।
র্যাব অধিনায়ক বলেন, প্রতিবন্ধীদের জন্য আলাদা ভাবে চিন্তা করতে হয়, তাদের জন্য বিশেষ নজর থাকতে হয়। আর সে কারনেই র্যাব সদস্যরা তাদের জন্য ঈদকে সামনে রেখে কিছু করার চেষ্টা করছে।"
পরিবারে যাদের ওপর প্রতিবন্ধীরা নির্ভরশীল তাদের অনেকেই এখন করোনার কারনে কর্মহীন আর সে কারণে প্রতিবন্ধীরা এখন বেশি কষ্টে আছেন", বললেন খায়রুল ইসলাম।
বগুড়ার কাহালু উপজেলার আঞ্জুমান (২৩) বারো বছর বয়সে বুঝতে পারেন তিনি শারীরিক সমস্যায় আছেন। পরিবারের সদস্যরা তাকে সাধ্যমত যত্ন করলেও তার অনেক শখই পূরণ হয় না।
"ঈদের আগে নতুন কাপড় পাব ভাবতেই পারিনি", বললেন আঞ্জুমান।
একই উপজেলার বৃদ্ধা (৭৫) সাকিনাও খুশি ইদের আগে নতুন কাপড় পেয়ে। তার মতোই খুশি নুরুজ্জামান (৬৬) ও শেফালী খাতুনও।