নাগরিকদের ‘ফাঁস হওয়া’ তথ্য সরিয়ে নেওয়া হয়েছে: সিআইআরটি
বাংলাদেশ সরকারের ই-গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সিআইআরটি) জানিয়েছে, রোববার (৯ জুলাই) ৫ কোটিরও বেশি বাংলাদেশি নাগরিকের 'ফাঁস হওয়া' ব্যক্তিগত তথ্য সরিয়ে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক অনলাইন নিউজ আউটলেট টেকক্রাঞ্চের এক প্রতিবেদন থেকে জানা যায় এ খবর।
ফাঁস হওয়া ডেটার মধ্যে নাগরিকদের পুরো নাম, ফোন নম্বর, ইমেইল ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বরের মতো ব্যক্তিগত তথ্যও ছিল।
সিআইআরটি সম্প্রতি এক প্রেস রিলিজে বলে, তারা 'তাৎক্ষণিকভাবে' বিষয়টি মোকাবেলা করেছে, এবং বিষয়টি নিয়ে 'দ্রুত তদন্ত শুরু করে তাদের পেশাদারিত্ব এবং দক্ষতা দেখিয়েছে।'
যুক্তরাষ্ট্রের অনলাইন সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুসারে, দক্ষিণ আফ্রিকা-ভিত্তিক আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি বিষয়ক প্রতিষ্ঠান বিটক্র্যাক-এর গবেষক ভিক্টর মার্কোপোলোস এ দাবি করেন।
ভিক্টর জানান, তিনি ঘটনাক্রমে গত ২৭ জুন 'ফাঁস' হওয়া তথ্যগুলো দেখতে পান।
৫ কোটিরও বেশি বাংলাদেশী নাগরিকের ব্যক্তিগত তথ্য অনলাইনে ফাঁস হয়েছে উল্লেখ করে ভিক্টর বলেন, তিনি বিষয়টি সম্পর্কে বাংলাদেশ ই-গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিমকে (সিআইআরটি) সেদিনই অবহিত করেছিলেন।
এদিকে, পাবলিক সার্চ টুলের মাধ্যমে তথ্য 'ফাঁস' হওয়ার এ খবরের সত্যতা যাচাই করে টেকক্রাঞ্চ।
১০টি ভিন্ন ধরনের ডেটা ব্যবহার করে চালানো এ পরীক্ষার প্রতিটিতেই বাংলাদেশি নাগরিকদের ব্যক্তিগত তথ্য দেখা যায়।