বহুল প্রত্যাশিত সফরে আজ ঢাকা আসছেন মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া
রোহিঙ্গা শরণার্থী সংকট, শ্রম অধিকার, মানবাধিকার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ও মানব পাচার বিষয়ে আলোচনা করতে আজ মঙ্গলবার (১১ জুলাই) বাংলাদেশে আসছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।
বর্তমানে তিনি দিল্লিতে আছেন বলা জানা গেছে। সন্ধ্যার আগে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে।
একটি কূটনৈতিক সূত্র ইউএনবিকে জানিয়েছে, ১১ থেকে ১৪ জুলাই পর্যন্ত সফরকালে আইন ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক ছাড়াও তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে দেখা করতে পারেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর মার্কিন অ্যাসিস্টেন্ট সেক্রেটারি ডোনাল্ড লু এবং এশিয়া বিষয়ক ব্যুরো, ইউএসএআইডি'র ডেপুটি অ্যাসিস্টেন্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর এ প্রতিনিধিদলের মধ্যে থাকবেন।
আন্ডার সেক্রেটারি জেয়া বৃহস্পতিবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরানের সাথে দেখা করেন।
তিনি টুইট করেন, "গণতন্ত্র, মানবাধিকার, ন্যায্য শ্রম অধিকার এবং মানবিক সহযোগিতার বিষয়ে একটি ফলপ্রসূ আলোচনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরানকে ধন্যবাদ। আমি আমাদের শক্তিশালী অংশীদারিত্ব আরও গভীর করার অপেক্ষায় রয়েছি।"
গণতন্ত্রকে শক্তিশালী করতে সার্বজনীন মানবাধিকারের অগ্রগতি, উদ্বাস্তু ও মানবিক ত্রাণকে সমর্থন, আইনের শাসন ও মাদকবিরোধী সহযোগিতা, দুর্নীতি ও অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়াই, সশস্ত্র সংঘাত প্রতিরোধ এবং মানব পাচার নির্মূলে বিশ্বব্যাপী কূটনৈতিক প্রচেষ্টার নেতৃত্ব দেন জেয়া।
ভারতে তিনি ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন।
সম্প্রতি ওয়াশিংটন থেকে ঢাকায় একাধিকবার সফরে এসেছেন গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তারা। এরমধ্যে গত বছর ১৯ থেকে ২৩ মার্চ সফরে আসেন আন্ডার সেক্রেটারি ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স ভিক্টোরিয়া নুল্যান্ড।
চলতি বছরের শুরুতে ডোনাল্ড লুও বাংলাদেশ সফর করেন। সম্প্রতি ওয়াশিংটনের বাংলাদেশ নীতি নির্ধারণের সাথে ব্যাপকভাবে জড়িত তিনি।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পাবলিক ডিপ্লোম্যাসি উইংয়ের মহাপরিচালক (অ্যাডিশনাল চার্জ) মোহাম্মদ রফিকুল আলম বলেন, উজরা জেয়ার নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলের এই সফর মূলত দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নেওয়া এবং যোগাযোগ আরও শক্তিশালী করার প্রচেষ্টা।
বিভিন্ন পর্যায়ে সাক্ষাতের পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল।