এবারের ফুটবল মৌসুম পরিত্যক্ত
করোনাভাইরাসের থাবায় বন্দি পুরো বিশ্ব। কোনো কিছুই আর আগের মতো নেই। সবখানে এখন স্থবিরতা। বৈশ্বিক সব টুর্নামেন্টই স্থগিত হয়ে গেছে। কিছু কিছু টুর্নামেন্ট আবার বাতিলও করা হয়েছে। বাংলাদেশেও তেমনই হলো। এবারের পুরো ফুটবল মৌসুমই পরিত্যক্ত ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বেশ কয়েকদিন আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ভবিষ্যত নির্ধারণে আলোচনায় বসেছিল ১৩টি ক্লাবের কর্মকর্তারা। আর্থিক সমস্যা ও করোনাভাইরাসে সৃষ্ট অবস্থা বিবেচনায় সে সময় মৌসুম সমাপ্তির অনুরোধ জানিয়েছিল বেশিরভাগ ক্লাব।
বিষয়টি নিয়ে লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদী বলেছিলেন, 'আমাদের চাওয়া খেলা হোক। কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে ক্লাবগুলো এ বছর আর লিগ খেলতে চায় না। চূড়ান্ত সিদ্ধান্ত আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তাই বিষয়টা ফেডারেশেনের কার্যনির্বাহী কমিটিতে পাঠাব।' তখন থেকেই কার্যনির্বাহীর চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় ছিল সবাই।
অবশেষে সেই ঘোষণা এলো রোববার। এদিন কার্যনির্বাহী কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেন বাফুফে কর্মকর্তারা। এই মৌসুমের মাত্র কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হলেও পুরো মৌসুমই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
অন্যান্য লিগের মতো প্রিমিয়ার লিগও পরিত্যক্ত হয়ে যাওয়ায় এবার কোনো চ্যাম্পিয়নশিপ থাকছে না। হবে না অবনমনও। ছয় ম্যাচ খেলে টেবিলের শীর্ষে থাকলেও এ থেকে কোনো ফায়দা মিলছে না আবাহনী লিমিটেডের।
মৌসুমে ভাগ্য নির্ধারণে রোববার সভায় বসে বাফুফের কার্যনির্বাহী কমিটি। জরুরী এই সভায় কার্যনির্বাহী কমিটির ৯ জন সদস্য উপস্থিত ছিলেন। বাকিরা অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের মতামত জানিয়েছেন।
সভা শেষে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী বলেন, 'যেহেতু অনির্দিষ্ট কালের জন্য লিগ স্থগিত ছিল, এ জন্য এর একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে একাধিকবার সভায় বসেছি। ভেবেছিলাম দেশের করোনা পরিস্থিতির দ্রুতই উন্নতি হবে। কিন্তু এটা দেশের বেশিরভাগ জায়গায় ছড়িয়ে পড়েছে।'
'পরিস্থিতি দিনকে দিন আরও খারাপের দিকে যাচ্ছে। এ ছাড়া লিগের এক রাউন্ডও শেষ করতে পারিনি আমরা। তাই সব কিছু বিবেচনা করেই এবারের মৌসুম আমরা পরিত্যক্ত ঘোষণা করেছি।' যোগ করেন সালাম মুর্শেদী।
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে নতুন মৌসুম শুরু করার ইঙ্গিত দেন তিনি। সালাম মুর্শেদী বলেন, 'সবকিছু বিবেচনা করে বর্তমান লিগ পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আমরা ক্লাব-খেলোয়াড়দের নিয়ে বসব। সেখানে খেলোয়াড়দের চুক্তির বিষয়গুলোও আসবে। পরিস্থিতি দ্রুত ভালো হলে নতুন ফুটবল মৌসুম সেপ্টেম্বর-অক্টেবর থেকে শুরু হতে পারে।'