উজরা জেয়ার সফরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভুল বোঝাবুঝি কমেছে: সালমান এফ রহমান
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কিছু ভুল বোঝাবুঝি তৈরি হলেও ঢাকায় দেশটির আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার সফরের মধ্য দিয়ে ওই দুরত্ব কমেছে বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
বৃহস্পতিবার উজরা জেয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল সালমান এফ রহমানের গুলশানের বাসভবনে বৈঠক করে।
ওই বৈঠক শেষে রাত সাড়ে ১১টায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সালমান এফ রহমান।
তিনি বলেন, "দুই দেশের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিলো। দুরত্ব কমেছে।"
এসময় দেশের নির্বাচন পদ্ধতি, উভয় দেশের বাণিজ্য বৃদ্ধি ও শ্রম অধিকারের মত বিষয় আলোচনায় এসেছে বলে জানান তিনি।
তিনি বলেন, "তারা নির্বাচন ব্যবস্থা, নির্বাচনকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা করেনি কিংবা নতুন করে কোন কন্ডিশন দেয়নি। নির্বাচন যাতে ফ্রি, ফেয়ার হয় – তারা বিষয়ে কথা বলেছে। আমরাও ফ্রি ফেয়ার ও পিসফুল ইলেকশনের কথা বলেছি।"
অতীতে আন্তর্জাতিক অঙ্গন থেকে পার্টিসিপেটরি ইলেকশনের কথা বলা হলেও, এবার তা সেভাবে বলা হয়নি উল্লেখ করে তিনি বলেন, "তারা পিসফুল ইলেকশনের কথা বলেছে।"
এছাড়া বুধবার দুই দলের সমাবেশ শান্তিপূর্ণ হওয়া এবং পুলিশের ভুমিকাকে বিষয়টিকে তারা এপ্রিশেয়েট করেছে।
"ওই সমাবেশ একটি মডেল সেট করেছে। ভবিষ্যতেও যাতে এটি ফলো করা হয় – তারা সেটি বলেছে।"
আলোচনায় যুক্তরাষ্ট্রের কটন দিয়ে তৈরি পোশাক দেশটিতে রপ্তানির বেলায় ডিউটি ফ্রি করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশে দেশটির বিনিয়োগ বাড়ানোর কথাও এসেছে।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, "অনেকে হাইপ তুলেছিল তার (উজরা জেয়া) সফরের মাধ্যমে নতুন করে চাপে ফেলবে। কিন্তু এটা তাদের নিয়মিত সফরের অংশ। দিস ইজ নট এ স্পেশাল ভিজিট।"
"তারা বাংলাদেশের নির্বাচনের স্পেশাল এজেন্ডা নিয়েই শুধু আসেনি। তারা সার্বিক মানবাধিকার নিয়ে কথা বলেছেন…কিছু স্পেসিফিক ইস্যুতে ক্ল্যারিফিকেশনের জন্য।"
তিনি বলেন, "অনেকে অপেক্ষা করে আছেন, যেন অ্যাবনরমাল কিছু ঘটবে। কিন্তু আবারও পুনর্ব্যক্ত করি, প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা থাকা অবস্থায় সংবিধান অনুযায়ী, নির্বাচন কমিশনের আইন বিধিমালা ও সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন হবে।