বিশ্ববাজারে গমের দাম ৩% বাড়ল, শস্যচুক্তি স্থগিতের ঘোষণায়
রাশিয়া ইউক্রেন থেকে শস্য রপ্তানি সংক্রান্ত চুক্তি থেকে সরে আসার পর বিশ্ববাজারে প্রতি বুশেল (প্রায় ২৭ কেজি) গমের দাম ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বৈশ্বিক পণ্য বাজারে ভুট্টার দামও বেড়েছে বলে জানা গেছে।
শিকাগো বোর্ড অভ ট্রেড অনুযায়ী, সোমবার (১৭ জুলাই) সকালে গমের দাম বাড়ানো হয়েছে। বর্তমানে প্রতি বুশেল গমের দাম ৬.৮০ ডলার।
চুক্তি স্থগিতের সিদ্ধান্তে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। হোয়াইট হাউস সতর্ক বলে বলেছে, রাশিয়ার সিদ্ধান্ত 'খাদ্য নিরাপত্তাহীনতাকে আরো খারাপ অবস্থায় নিয়ে যাবে এবং বিশ্বজুড়ে লাখ লাখ অরক্ষিত জনগোষ্ঠী ক্ষতির মুখে পড়বে।
২০২২ সালের জুনে জাতিসংঘ এবং তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেন থেকে নিরাপদে শস্য রপ্তানিতে মস্কো ও কিয়েভের মধ্যে চুক্তিটি সই হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, চুক্তির অধীনে ইউক্রেনীয় বন্দরগুলো থেকে প্রায় ৩ কোটি ৩০ লাখ মেট্রিক টন খাদ্য রপ্তানি হয়েছে।
অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের তথ্য অনুযায়ী, যুদ্ধের আগে, ইউক্রেন বিশ্বের পঞ্চম বৃহত্তম গম রপ্তানিকারক ছিল। বৈশ্বিক রপ্তানির ১০ শতাংশ হতো ইউক্রেন থেকে।
সোমবার শস্যচুক্তি থেকে সরে আসার ঘোষণা দেয় রাশিয়া। একই দিন ভোরে ক্রিমিয়ান সেতুতে হামলার সঙ্গে এই সিদ্ধান্তের সম্পর্ক নেই বলেও দাবি করে ক্রেমলিন।
গত সপ্তাহে পুতিন জানান, রাশিয়ার সাথে সম্পর্কিত চুক্তির অংশগুলো বাস্তবায়িত হয়নি। তাই তিনি এতে রুশ অংশগ্রহণ স্থগিত করার কথা ভাবছেন এবং শর্ত পূরণ হলে রাশিয়া চুক্তিতে ফিরে আসবে।
যদিও রাশিয়ার খাদ্য ও সারের উপর পশ্চিমা নিষেধাজ্ঞা নেই। তবে মস্কো বলছে, অর্থপ্রদান, সরবরাহ এবং বীমার ওপর নিষেধাজ্ঞার কারণে রপ্তানিতে সমস্যা হচ্ছে।
গত সপ্তাহে পুতিন বলেন, চুক্তি থেকে আমরা সরে আসতে পারি। যদি সবাই আবারো বলে যে, আমাদেরকে দেওয়া সব প্রতিশ্রুতি পূরণ করা হবে। তাহলে সে প্রতিশ্রুতি পূরণ করুক। আমরা অবিলম্বে চু্ক্তিতে ফিরব।