উন্নয়ন প্রকল্পে নির্মাণ সামগ্রীর ব্যয় সংশোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর
রড, সিমেন্টসহ নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে উন্নয়ন প্রকল্পে ব্যয় সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় (একনেক) প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন বলে সাংবাদিকদের জানান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
সম্প্রতি সময়ে রড, সিমেন্টসহ নির্মাণ সামগ্রিক মূল্য বৃদ্ধি পাওয়ার প্রভাবে উন্নয়ন প্রকল্পেও পড়েছে। এই প্রেক্ষিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ঠিকাদাররা মূল্য সমন্বয়ে দাবি জানিয়ে আসছিল।
সভায় মোট ১৮,০১০.১২ কোটি টাকা ব্যয়ের ১৫টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে কয়েকটি হলো বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বড়পুকুরিয়া-বগুড়া-কালিয়াকৈর ৪০০ কেভি লাইন প্রকল্প; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি (২য় পর্যায়) এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (এসএমইউ)।
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়।