শুক্রবারে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি
একদিন পিছিয়ে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (২৮ জুলাই) মহাসমাবেশের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এদিন দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
বুধবার (২৬ জুলাই) রাতে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আর শুক্রবার সমাবেশ আয়োজনের সিদ্ধান্তের কথা মৌখিকভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে জানানোও হয়েছে।
শুক্রবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সামনে সমাবেশ আয়োজনে পুলিশের অনুমতি মিলেছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা পুলিশের অনুমতি তো চাইনি? জাস্ট তাদেরকে অবহিত করেছি।
এ সময় মির্জা আব্বাস বলেন, আমরা পুলিশের কোন অনুমতি তো চাইনি, চিঠিতে তো সহযোগিতার জন্য অবহিত করেছিলাম।
প্রসঙ্গত, গত ২২ জুলাই তারুণ্যের সমাবেশ থেকে ২৭ জুলাই ঢাকা মহাসমাবেশের কর্মসূচির ঘোষণা দিয়েছিল বিএনপি। তার জন্য নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিংবা সোহরাওয়ার্দী উদ্যানের জন্য অনুমতি চেয়ে ডিএমপিকে চিঠি দেওয়া হয়। ডিএমপির পক্ষ থেকে বিএনপিকে গোলাপবাগ মাঠে সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু বিএনপি সেখানে সমাবেশে করতে চায় না।