নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সতর্ক অবস্থানে পুলিশ
আগামীকাল (২৮ জুলাই) বিএনপির জনসভাকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল থেকেই রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের আশপাশে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের সহকারী কমিশনার গোলাম রুহানি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, পল্টন এলাকা এখন প্রায় ফাঁকা।
তিনি যোগ করেন, "বিএনপিকে রাস্তায় সমাবেশ করার অনুমতি না দেওয়ার পর পুলিশ তাদের সে এলাকা ত্যাগ করার অনুরোধ জানায়া। এরপরই বিএনপির বেশিরভাগ নেতাকর্মী পল্টনের অফিস ছেড়ে চলে যান।"
বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আজ নয়াপল্টন কার্যালয় ঘিরে জড়ো হতে শুরু করলে এ এলাকায় অযথা ঘোরাঘুরি না করার আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
একইসঙ্গে শুক্রবার বিকেলের মহাসমাবেশ সফল করতে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
তবে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার নয়াপল্টনে বিএনপিকে মহাসমাবেশের অনুমতি নাও দিতে পারে পুলিশ।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, মহররমের আনুষ্ঠানিকতা ও ভিভিআইপি চলাচলের কারণে শুক্রবার দুই দলকে খোলা মাঠে সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে।
অনেক দলই একই দিনে সমাবেশ করতে চায়, এটি একটি আশঙ্কাজনক পরিস্থিতির সৃষ্টি করতে পারে।
তবে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা গেলে দুই দলকে তাদের পছন্দের স্থানে সমাবেশ করার অনুমতি দেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
তিনি আরও বলেন, সমাবেশের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে।
যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে তারা ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না বলেও দাবি করেন গোলাম ফারুক।