সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ আজ
শনিবার রাজধানীতে অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আজ সোমবার (৩১ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি।
রোববার (৩০ জুলাই) সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সোমবার বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ শুরু হবে।
রাজনৈতিক কর্মসূচিতে পুলিশের অনুমতি প্রসঙ্গে রিজভী বলেন, 'রাজনৈতিক সমাবেশে পুলিশের অনুমতি সংবিধান পরিপন্থী।'
তিনি বলেন, একটি রাজনৈতিক দলের কাজ পুলিশকে জানানো। আর পুলিশের দায়িত্ব নিরাপত্তা দেওয়া।
এর আগে রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে তাদের সোমবারের সমাবেশ করার সিদ্ধান্তের কথা জানিয়েছিল বিএনপি।
রিজভী বলেন, 'আমরা নয়াপল্টনে সমাবেশ করতে চেয়েছিলাম। কিন্তু আলোচনার পর তা না করে সোহরাওয়ার্দী উদ্যানে করার সিদ্ধান্ত হয়।'
এর আগে গত ২৮ জুলাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছিলেন, দল আর রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য পুলিশের অনুমতি নেবে না।
বিএনপির এ নেতা জোর দিয়ে বলেছিলেন, বিএনপি কেবল তাদের অনুষ্ঠান সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করবে, অনুমতি চাইবে না।
এদিকে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক রোববার বলেছেন, সোমবার দেশব্যাপী সমাবেশের অনুমতি না পেলে বিএনপিকে কোনোভাবেই রাজপথে নামতে দেওয়া হবে না।