সড়ক অবরোধ করায় বিএনপির ওপর মার্কিন ভিসা নীতি প্রয়োগ করা উচিত: কাদের
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2023/07/31/unb_newswire.jpg)
বিএনপি সহিংসতা ও নৈরাজ্যের মাধ্যমে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে তাদের ওপর নতুন মার্কিন ভিসা নীতি প্রয়োগ করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নীতির অধীনে, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে দুর্বল করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তি এবং তাদের নিকটবর্তী পারিবারিক সদস্যের ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র।
সোমবার (৩১ জুলাই) সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, 'বিএনপির সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচিগুলো আসন্ন জাতীয় নির্বাচনের প্রতিবন্ধকতা ছাড়া আর কিছুই নয়।'
'আমরা সংঘর্ষ চাই না এবং এ কারণেই আমরা রাস্তায় নামব না। পুলিশ পরিস্থিতি সামাল দেবে এবং এটি তাদের দায়িত্ব।'
মন্ত্রী আরো বলেন, বিএনপির নেতাকর্মীরা ঢাকার সব গুরুত্বপূর্ণ প্রবেশপথ অবরোধ করবে এবং দেশের অন্যান্য স্থান থেকে রাজধানীর যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করবে। এই পরিস্থিতিতে পুলিশ কি নিষ্ক্রিয় থাকবে? পুলিশ অবশ্যই ব্যবস্থা নেবে এবং জনগণের জীবন ও সম্পদ রক্ষা করা তাদের দায়িত্ব।