উত্তেজনায় ঠাসা সিরিজ শেষে পয়েন্ট হারাল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার ঐতিহাসিক সিরিজ অ্যাশেজে এবার জমজমাট লড়াই হয়েছে। প্রায় প্রতিটি ম্যাচই ছিল উত্তেজনায় ঠাসা। কেউ কাউকে ছেড়ে কথা বলেনি, ২-২ ব্যবধানে সিরিজ ড্র হয়েছে। এমন একটি সিরিজের পর শাস্তির মুখে পড়তে হয়েছে ক্রিকেটের এই দুই আদি দেশকে। আর্থিক জরিমানা হয়েছে, পাশাপাশি কাটা হয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও। স্লো ওভার রেটের কারণে দুই দলকে এই শাস্তি দিয়েছে আইসিসি।
ইংল্যান্ডের কাটা গেছে ১৯ পয়েন্ট এবং অস্ট্রেলিয়ার ১০ পয়েন্ট। দুটি করে ম্যাচ জেতায় এবং একটি ম্যাচে ড্র করায় দুই দলেই ২৮ পয়েন্ট করে পাওয়ার কথা। প্রতিটি জয়ের জন্য ১২ পয়েন্ট ও ড্রয়ের জন্য ৪ পয়েন্ট। আইসিসির শাস্তির কবলে পড়ে ইংল্যান্ডের ঝুলিতে আছে মোটে ৯ পয়েন্ট, টেবিলের তাদের অবস্থান পাঁচ নম্বরে। ১০ পয়েন্ট হারানো অস্ট্রেলিয়ার আছে ১৮ পয়েন্ট, বর্তমান চ্যাম্পিয়নরা আছে তিন নম্বরে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী স্লো ওভার-রেটের শাস্তি হিসেবে পয়েন্ট কাটা যায়। নির্ধারিত সময়ে বোলিং কোটা শেষ করতে না পারলে শাস্তি হিসেবে নির্দিষ্ট দলকে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট খোয়াতে হয়। প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য একটি করে পয়েন্ট কাটা হয়। পাশাপাশি প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ (আগে ছিল ২০ শতাংশ) হারে সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা করার বিধানও রয়েছে।
হেডিংলি টেস্ট ছাড়া বাকি চার টেস্টেই স্লো ওভার রেটের কারণে ইংল্যান্ডের পয়েন্ট কাটা হয়েছে। অস্ট্রেলিয়ার শুধু একটি টেস্টের কারণে পয়েন্ট কাটা গেছে, ওল্ড ট্রাফোর্ড টেস্টেই স্লো ওভার রেটের কারণে ১০ পয়েন্ট হারায় অজিরা। বার্মিংহ্যাম টেস্টে ইংল্যান্ড হেরে যায়। ম্যাচ থেকে তারা কোনও পয়েন্ট পায়নি। উল্টো নির্ধারিত সময়ে ২ ওভার পিছিয়ে থাকায় তাদের ২ পয়েন্ট কাটা হয়েছে।
লর্ডসে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টও ইংল্যান্ড হার মানে, স্বাভাবিকভাবেই মেলেনি কোনও পয়েন্ট। এই ম্যাচে ৯ ওভার পিছিয়ে থাকায় ৯ পয়েন্ট কাটা গেছে ইংলিশদের। হেডিংলি টেস্ট জিতে ইংল্যান্ড ১২ পয়েন্ট পায়। এই ম্যাচে স্লো ওভার-রেটের আওতায় পড়েনি তারা। ম্যানচেস্টার টেস্ট ড্র হওয়ায় অস্ট্রেলিয়ার মতো ইংল্যান্ড ৪ পয়েন্ট পায়। তবে ৩ ওভার পিছিয়ে থাকায় তাদের ৩ পয়েন্ট কাটা হয়েছে।
ম্যানচেস্টার টেস্ট থেকে এক পয়েন্ট পায় ইংল্যান্ড। ওভালে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট জিতে ১২ পয়েন্ট সংগ্রহ করে ইংল্যান্ড। কিন্তু এই টেস্টেও স্লো ওভার রেটে পিছিয়ে ছিল তারা। ৫ ওভার পিছিয়ে থাকায় কাটা হয়েছে ৫ পয়েন্ট। পাঁচ ম্যাচের সিরিজ থেকে ২৮ পয়েন্ট জিতেও শাস্তির কারণে ইংল্যান্ডের ঝুলিতে এখন কেবল ৯ পয়েন্ট।