ভোমরা বন্দর দিয়ে বাংলাদেশ-ভারত বাস চলাচল শুরু
মঙ্গলবার (১ আগস্ট) থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতে বাস চলাচল শুরু হয়েছে।
গণমাধ্যমের খবর অনুযায়ী, ভোমরা বন্দরের একটি বেসরকারি পরিবহন কাউন্টারে বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন গ্রীন লাইন পরিবহনের মহাব্যবস্থাপক আবদুস সাত্তার এবং ভারতের পক্ষে প্রতিনিধিত্ব করেন কলকাতা গ্রীন লাইন পরিবহনের মালিক সঞ্জয় মজুমদার।
গ্রীন লাইন পরিবহনের উপ-পরিচালক মামুন বলেন, "পরীক্ষামূলকভবে সাতক্ষীরা ও কলকাতার মধ্যে এই বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রথম দিনে অল্প সংখ্যক যাত্রী ভারতে গেছেন।"
মাসখানেক পর এই রুটে পুরোদমে বাস চলাচল শুরু হবে বলে জানান তিনি।
পশ্চিমবঙ্গের কলকাতা থেকে মাত্র ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। বাংলাদেশের স্থলবন্দরগুলোর মধ্যে এটিই ভারত থেকে সবচেয়ে কাছে। ফলে এই পথ দিয়ে ঢাকা থেকে সবচেয়ে কম সময়ে ও সহজে কলকাতায় যাতায়াত করা যাবে বলে জানান সংশ্লিষ্টরা।