দুইবার নেগেটিভ রেজাল্টের পরও করোনার উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে শেফালি দাস (৫৫) নামে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এক নার্স মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।
ময়মনসিংহ সিভিল সার্জন ডা. এবিএম মশিউল আলম জানিয়েছেন, শেফালি দাস শ্বাসকষ্টজনিত কারণে মারা গেছেন।
তিনি আরও বলেন, ২৪ এপ্রিল শেফালি দাস করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চলতি মাসের ৮ ও ১৩ তারিখ দুই দফা তার নমুনা পরীক্ষা করানো হয়। দুইবারই রেজাল্ট নেগেটিভ এসেছে। শেফালি দাস মারা যাওয়ার পর তার নমুনা আবারও নেওয়া হয়েছে। পরীক্ষার পর জানা যাবে, তিনি আবারও আক্রান্ত ছিলেন কি না।
পারিবারিক সূত্র জানায়, বুধবার দিবাগত রাত ১২টার দিকে শেফালি দাস নিজ বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
শেফালি দাসের মেয়ে আদ্রিতা দেব তিথি জানান, রাতে বাসায় হঠাৎ তার মায়ের শরীর ঘামতে থাকে এবং শ্বাসকষ্ট বেড়ে যায়। মুহূর্তের মধ্যেই তিনি নিস্তেজ হয়ে যান।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ জানান, হাসপাতালে সেবা দেওয়ার সময় শেফালি দাসের করোনাভাইরাস পজিটিভ ছিল। পরে সুস্থ হয়ে ওঠেন তিনি। নমুনা পরীক্ষায়ও তার রেজাল্ট নেগেটিভ আসে।
বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের ময়মনসিংহ শাখার সভাপতি লুৎফর রহমান জানান, নার্সিং সুপারভাইজার শেফালি দাসের গ্রামের বাড়ি গফরগাঁও উপজেলায়; শ্বশুর বাড়ি জামালপুর।