‘ওপেনহাইমারের ডিরেক্টরস কাট ভার্সন কখনো আসবে না’: কিলিয়ান মার্ফি
খ্যাতিমান পরিচালক ক্রিস্টোফার নোলানের ক্যারিয়ারের সবচেয়ে দীর্ঘতম সিনেমা 'ওপেনহাইমার'। তবে, অনেক সিনেমার মতো এ সিনেমার নেই কোনো ডিলিটেড সিন; রিলিজ পাবেনা কোনো ডিরেক্টরস কাট ভার্সন- এমনটাই জানালেন সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করা অভিনেতা কিলিয়ান মার্ফি।
১৮০ মিনিট অর্থাৎ ৩ ঘণ্টার এ মুভিতে আমেরিকান পদার্থবিদ জে রবার্ট ওপেনহাইমারের চরিত্রে অভিনয় করেছেন কিলিয়ান। সম্প্রতি কোলাইডারের সাথে এক সাক্ষাৎকারে তিনি জানান, "ক্রিস্টোফার নোলানের এ সিনেমায় কোনো ডিলিটেড সিন নেই।"
"এ কারণেই তার বেশিরভাগ সিনেমাগুলোতে কোনো ডিভিডি এক্সট্রা থাকে না কারণ পুরো স্ক্রিপ্ট দিয়েই সিনেমা বানানো হয়। প্রতিটি সিনেমা কিভাবে শেষ হবে তা তিনি নিশ্চিতভাবেই জানেন। স্ক্রিপ্ট থেকে নিয়ে গল্প বদলানোর চেষ্টা নোলান করেন না," বলেন তিনি।
ক্রিস্টোফার নোলানের সিনেমাগুলো সাধারণত বড় বাজেটে প্রযোজনা করা হয়। 'ওপেনহেইমার' এর বাজেট ছিল ১০০ মিলিয়ন ডলার। সিনেমাগুলো ফিল্ম ক্যামেরায় শ্যুট করা হয় বিধায় বাজেট বেড়ে যায় বহুগুণ। শ্যুটিংয়ের সময় কী চান এবং কী চান না, তা নিশ্চিত হয়েই শ্যুট শুরু করেন নোলান।
এর আগে এমটিভি ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে নোলান বলেন, "আমি যা শ্যুট করবো তা আগে থেকেই পরিকল্পনা করে রাখি।"
"সেসব দৃশ্য সিনেমায় থাকবেনা সেগুলো শ্যুট করা খুবই ব্যয়বহুল। এতে অনেক সময়ও লাগে। আমার সব মুভিতেই খুব কম ডিলিটেড সিন থাকে," বলেন তিনি।
বড় ফরম্যাটের ফিল্ম ক্যামেরা ব্যবহার করে সিনেমাটির শুটিং করেছেন নোলান। তিন ঘণ্টার দীর্ঘ সিনেমা 'ওপেনহাইমার'-এর আইম্যাক্স ফিল্ম প্রিন্টটির ওজন প্রায় ৬০০ পাউন্ড; লম্বায় এটি প্রায় ১১ মাইল!
থিয়েটারে সিনেমাটি মুক্তির আগে নোলান এপি'কে জানিয়েছিলেন, সবচেয়ে ভালো অভিজ্ঞতা পেতে চাইলে 'ওপেনহাইমার' দেখতে হবে আইম্যাক্স ৭০এমএম ফিল্ম ফরম্যাটে। তবে, এ সুবিধা উত্তর আমেরিকার কেবল ২৫টি থিয়েটারেই রয়েছে।
বিশ্বব্যাপী বক্স অফিসে ৪০০ মিলিয়ন ডলার অতিক্রম করেছে 'ওপেনহাইমার' এর আয়।