নিজের ৬টি গাড়ি ভক্তদের মাঝে বিলিয়ে দিতে চান রবার্ট ডাউনি জুনিয়র!
হলিউডের প্রথম সারির তারকা তিনি, সারা বিশ্ব তাঁকে চেনে 'আয়রন ম্যান' হিসাবে। 'শার্লক হোমস' বলেও কম পরিচিতি নেই তাঁর। তবে গত ২১ জুলাইয়ের পরে বদলে গিয়েছে সেই পরিচিতি, এখন লুইস স্ট্রাউস বললেই চোখের সামনে ভেসে ওঠে রবার্ট ডাউনি জুনিয়রের চেহারা। ক্রিস্টোফার নোলানের 'ওপেনহাইমার' ছবিতে ঐতিহাসিক এই চরিত্রে অভিনয় করে দর্শকদের মধ্যে সাড়া জাগিয়েছেন হলিউডের এই অভিনেতা। সম্প্রতি এই তারকা ঘোষণা দিয়েছেন, নিজের সংগ্রহে থাকা ৬টি গাড়ি অনুরাগীদের মধ্যে বিলিয়ে দেবেন তিনি।
সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে রবার্ট জানান, কোনো শর্ত ছাড়াই এই 'গিভঅ্যাওয়ে' রেখেছেন তিনি। ছ'টি গাড়ির তালিকায় রয়েছে ১৯৬৫ শেভ্রলে কর্ভেট, ১৯৬৬ বুইক রিভিয়েরা, ১৯৬৯ মার্সিডিজ বেঞ্জ ২৮০এসই, ১৯৭২ শেভ্রলে কে১০ পিকআপ, ১৯৭২ ভিডব্লিউ বাস এবং ১৯৮৫ শেভ্রলে এল ক্যামিনো। এডওয়ার্ড চার্লস ফাউন্ডেশনের নামে এই স্পন্সর রয়েছে, যারা দাতব্য সংস্থা পরিচালনা করে।
লাকি ড্রয়ের মতো পদ্ধতিতে এই ৬টি গাড়ি জিততে পারেন 'আয়রন ম্যান'-এর অনুরাগীরা। অভিনেতা এও জানিয়ে দিয়েছেন যে, কোনো প্রকার অনুদানের মাধ্যমে গাড়ি কেনার চেষ্টা করলে তা গ্রাহ্য করা হবে না। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার নাগরিকদের জন্য সুযোগ রয়েছে রবার্টের এই ৬টি গাড়ি জেতার। তবে এই কনটেস্টের অংশগ্রহণ করার জন্য ওই ব্যক্তিকে ১৮ বছরের বেশি বয়স্ক হতে হবে।
আরডিজে ড্রিম কারস-এর ড্র শুরু হয়েছে ১৬ জুন এবং শেষ হবে ২০২৪ সালের ১৬ জুলাই।