চট্টগ্রাম বন্দরের ৭টি কন্টেইনার স্ক্যানারের মেইনটেন্যান্স কার্যক্রম শুরু
চট্টগ্রাম বন্দরের বিভিন্ন গেটে বসানো সাতটি কন্টেইনার স্ক্যানারের 'প্রিভেন্টিভ মেইনটেন্যান্স' বা রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। গত ১৮ আগস্ট, শুক্রবার থেকে শুরু হয়েছে এই কার্যক্রম। প্রতিটি স্ক্যানারের মেইনটেন্যান্স কাজ চলবে দুইদিন। আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে।
মেইনটেন্যান্স চলাকালীন সময়ে সংশ্লিষ্ট স্ক্যানারের কার্যক্রম বন্ধ থাকবে। তবে পার্শ্ববর্তী গেটে অবস্থিত স্ক্যানার দিয়ে কন্টেইনার স্ক্যানিংয়ের কাজ চালু থাকবে।
চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্য অনুযায়ী, বন্দরের ১২টি গেটের মধ্যে সাতটি গেটে কন্টেইনার স্ক্যানার রয়েছে। এর মধ্যে পাঁচটি ফিক্সড এবং দুটি মোবাইল স্ক্যানার। এসব স্ক্যানার দিয়ে শুধুমাত্র আমদানি পণ্যবাহী কন্টেইনার স্ক্যানিং হয়।
ফাইভ আর এসোসিয়েটস চট্টগ্রাম বন্দরে কন্টেইনার স্ক্যানারের তদারকি করছে। স্ক্যানারগুলো থেকে যাতে সর্বোচ্চ আউটপুট পাওয়া যায় সেজন্য কোন ত্রুটি ধরা পড়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এ কার্যক্রম হাতে নেওয়া হয়।
চট্টগ্রাম কাস্টম হাউসের মুখপাত্র ডেপুটি কমিশনার ব্যারিস্টার মোঃ বদরুজ্জামান মুনশি বলেন, স্ক্যানার মেশিনের মেইনটেন্যান্স চলাকালীন সময়ে কন্টেইনারগুলো পাশ্ববর্তী গেটের মেশিনে স্ক্যান করা হবে। কার্যক্রম শেষ হলে পূর্বের নিয়মে স্ক্যানিং পরিচালিত হবে।
চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকে খালাসের সময় প্রায় সাড়ে চার লাখ টিইইউ আমদানি পণ্যবাহী কন্টেইনার স্ক্যানিং করা হয়েছে।
চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী ২০২২-২৩ অর্থবছরে চট্টগ্রাম বন্দর, বন্দরের অন্তর্ভুক্ত ঢাকার কমলাপুর আইসিডি (ইনল্যান্ড কন্টেইানার ডিপো) এবং পাঁনগাও আইসিটিতে (ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল) ৩০০৭৩৪৪ টিইইউ কন্টেইনার হ্যান্ডলিং হয়। এর মধ্যে চট্টগ্রাম বন্দরে আমদানি কন্টেইনার হ্যান্ডলিং হয় ১৫৫৭৫৪২ টিইইউ।
চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষ জানায়, ১৮ ও ১৯ আগস্ট মেইনটেন্যান্স করা হয় বন্দরের ৫ নম্বর গেটে অবস্থিত স্ক্যানার। মেইনটেন্যান্স চলাকালীন সময়ে মালামালবাহী কন্টেইনারগুলো চার নম্বর গেইটের স্ক্যানার মেশিনে স্ক্যানিং করা হয়েছে।
আগামী ২২-২৩ আগস্ট সিসিটি-২ নম্বর গেইট, ২৫-২৬ আগস্ট ৪ নম্বর গেইট, ২৯-৩০ আগস্ট ২ নম্বর গেইট, ১-২ সেপ্টেম্বর সিসিটি ২ নম্বর গেইট, ৮-৯ সেপ্টেম্বর ১ নম্বর গেইট, ১৫-১৬ সেপ্টেম্বর এনসিটি ৩ নম্বর গেইটে বাকি ৬টি কন্টেইনার স্ক্যানারের মেইনটেন্যান্স চলবে।