মাস্ক পরে বোলিংয়ের পরামর্শ
ক্রিকেট মাঠে মাস্ক পরে বোলিং করছেন কোনো বোলার; কেমন লাগবে সেই দৃশ্য দেখতে? যেমনই লাগুক, সতর্কতা হিসেবে মাস্ক পরে বোলিং করার পরামর্শই দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক। বলে লালা ব্যবহার বন্ধে এই উপায়ই মিসবাহর কাছে উপযুক্ত মনে হয়েছে।
করোনাভাইরাস পরবর্তী সময়ে মাঠে ক্রিকেট ফিরলে অনেক নতুন নিয়ম দেখা যেতে পারে। এর মধ্যে একটি হতে পারে লালা ব্যবহারে নিষধাজ্ঞা। ইতোমধ্যে বলে লালা ব্যবহার বন্ধের সুপারিশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ক্রিকেট কমিটি।
মাঠে ক্রিকেট ফেরাতে আইসিসি যে গাইডলাইন দিয়েছে, সেখানেও এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বলে লালা ব্যবহার বন্ধের নির্দেশনা দিয়েছে আইসিসি। কিন্তু বলের একপাশ উজ্জ্বল রাখতে বলে লালা ব্যবহারে বোলাররা অভ্যস্ত।
অনেক দিনের অভ্যাসের কারণে কেউ যদি ভুলে লালা ব্যবহার করে ফেলেন! এ কারণেই মাস্ক পরে বোলিং করার পক্ষে পাকিস্তানের প্রধান কোচ ও প্রধান নির্বাচকের দায়িত্বে থাকা মিসবাহ।
একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মিসবাহ বলেছেন, 'বলে লালা ব্যবহার বন্ধের কাজটি সহজ হবে না। ক্রিকেট জীবনের শুরু থেকেই ক্রিকেটারদের এই অভ্যাস। নতুন এই নির্দেশনার কথা ক্রিকেটাররা মনে রাখলেও মনের অজান্তে কেউ করে ফেলতে পারে এটা।'
এ কারণেই মাস্ক ব্যবহারের কথা বলছেন মিসবাহ, 'এটা বন্ধে কিছু না কিছু করতে হবে। সেটা হতে পারে, বোলাররা মাস্ক পরে বোলিং করল বা এমন কোনো নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা রাখা, যেন হুট করে কেউ লালা ব্যবহার করে ফেলতে না পারে।'
আগামী জুলাই-আগস্টে ইংল্যান্ড সফরে যাওয়ার কথা পাকিস্তানের। তিনটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টির এই সিরিজে বোলারদের নিয়ে চিন্তা হচ্ছে মিসবাহর। তিনি বলেন, 'ইংলিশ কন্ডিশনে আমাদের বোলারদের কাজটি কঠিন হয়ে উঠতে পারে। কারণ আমাদের বোলাররা নিয়মিত বলে লালা ব্যবহার করে এক পাশ উজ্জ্বল রাখতে।'