ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দি রয়েছে দেশের কারাগারে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের কারাগারে মোট বন্দি ধারণ ক্ষমতা ৪২ হাজার ৮৬৬ জন। এর মধ্যে পুরুষ ৪০ হাজার ৯৩৭ এবং নারী বন্দি ১ হাজার ৯২৯ জন। কিন্তু বর্তমানে দেশের ৬৮টি কারাগারে ৭৭ হাজার ২০৩ জন বন্দি রয়েছে বলে সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
বিশেষত, যশোর, সিলেট, দিনাজপুর, ফেনী, পিরোজপুর ও মাদারীপুর কারাগার ছাড়া দেশের সব কারাগারে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত বন্দি আটক রয়েছে।
রোববার (৩ সেপ্টেম্বর) সংসদ বৈঠকে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এদিন বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। এরপর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ময়মনসিংহ, কুমিল্লা, খুলনা, নরসিংদী এবং জামালপুর কারাগার নির্মাণ বা সম্প্রসারণের কাজ চলছে। কারাগারের ধারণ ক্ষমতা বাড়ানো একটি চলমান প্রক্রিয়া। নির্মাণাধীন কারগারগুলোর কাজ শেষ হলে ধারণ ক্ষমতা ৫ হাজার বাড়বে।