মাশরাফিকে বাদ দিয়ে সাকিবকে দলে নিলো রংপুর রাইডার্স
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে যার নাম সবার আগে আসবে তিনি হলেন টাইগারদের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মুর্তজা।
ছয়টি আসরের মধ্যে চারবার তার হাত ধরেই শিরোপা ঘরে তুলেছে ফ্রাঞ্চাইজিগুলো। সেই মাশরাফিকেই বাদ দিয়ে দিয়েছে রংপুর রাইডার্স। রংপুরকে ২০১৭ বিপিএলের শিরোপা এনে দিয়েছিলেন মাশরাফি।
মাশরাফিকে বাদ দিয়ে ‘আইকন’ ক্রিকেটার হিসেবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স।
বুধবার সাকিবের সাথে এক বছরের চুক্তির কথা জানিয়েছে ফ্রাঞ্চাইজিটি। রাজধানীর বসুন্ধরায় শিল্প সদরদপ্তরে (২) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রতিটি ফ্রাঞ্চাইজি ‘এ’ প্লাস ক্যাটাগরিতে থাকা একজন খেলোয়াড়কে সরাসরি দলে নিতে পারে। সাকিবকে নেয়ায় তাই মাশরাফিকে ছাড়তে হয়েছে রংপুরের।
এর আগে ২০১৫ সালে রংপুরের হয়ে খেলেছেন সাকিব। তবে দলকে ভালো কিছু উপহার দিতে পারেননি এ অলরাউন্ডার।
সংবাদ সম্মেলনে সাকিব বলেন, “রংপুর রাইডার্সে ফিরে আমি খুশি। আসন্ন সিজনে আমার সেরাটা দেয়ার চেষ্টা করবো।”
বিপিএলের সর্বশেষ তিন আসরে ঢাকা ডায়নামাইটসকে নেতৃত্ব দিয়ে ফাইনালে নিয়ে যান সাকিব। ২০১৬ সালে ঢাকার হয়ে শিরোপার স্বাদ পান তিনি।
আগামী ৬ ডিসেম্বর থেকে বিপিএলের পরবর্তী আসর শুরু হবে। ৩ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।